হযরত উমর (রাঃ) এর ১০০ ঘটনার ১ নং ঘটনা- জাহেলি যুগ
হজরত উমর রা. জীবনের দীর্ঘ একটা সময় জাহেলি যুগে কাটিয়েছেন। কুরাইশ গােত্রের সমবয়সীদের সাথেই কাটে তাঁর বাল্যকাল। তবে একটি বিষয়ে তিনি তাদের চেয়ে ব্যতিক্রম ছিলেন। তা হচ্ছে, তিনি ছিলেন লেখাপড়া জানা লােক| সে যুগে যাদের সংখ্যা ছিল খুবই কম। কিশাের বয়সেই বিভিন্ন দায়িত্বের ভার কাঁধে তুলে নিতে হয় তাঁর। বেড়ে
ওঠেন অভাব-অনটনের পরিবেশে। পরিবারে স্বচ্ছলতার কোনাে ছোঁয়া ছিল । বাবা খাত্তাব ছিলেন কঠোর ও নীরস প্রকৃতির লােক। উটের রাখালি কাজে ক্ষেতে পাঠাতেন বালক উমরকে। পিতার এই কঠোর মানসিকতা তাঁর
https://islamibarta24.com/%e0%....a6%b9%e0%a6%af%e0%a6
উমর (রাঃ)-এর সংক্ষিপ্ত জীবনী
উমর ইবনে খাত্তাব রা.-এর কুনিয়াত বা পারিবারিক নাম ‘আবু হাফস’। উপাধি ‘ফারুক’; কারণ তিনি মক্কায় ইসলাম গ্রহণের ব্যাপারটি প্রকাশ করলে তার মাধ্যমে আল্লাহ তাআলা কুফর ও ইমানের মধ্যে সৃষ্টি করে দেন স্পষ্ট ব্যবধান। তিনি হাতির বছরের তের বছর পর জন্মগ্রহণ করেন। শারীরিক বৈশিষ্ট্যের বিবেচনায় তার গায়ের রং ছিল লাল-সাদা মিশ্রণের উজ্জ্বল ফর্সা
https://islamibarta24.com/%e0%....a6%89%e0%a6%ae%e0%a6
Rakib Khan Robin
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?