Posts
Mga gumagamit
Mga pahina
Grupo
Blog
Merkado
Mga kaganapan
Mga laro
Forum
Mga pelikula
Mga trabaho
মেঘলা
পাবলিক টয়লেট আর আবাসিক হোটেল ব্যবসায়ীর গোপন একাত্মতা দেখেছেন বা তাদের সুচিন্তিত পরিকল্পনায় দেশ আর জনগন নিষ্ঠুর পরিণতি ?
শহরের সকল পাবলিক টয়লেট ও আবাসিক হোটেল ব্যবসায়ীরা নগর উন্নয়নের পরিকল্পনায় একমত হলেন। তাদের কাছ থেকে পথচারী ও বহিরাগত জনগনরা প্রসাবখানা, টয়লেট, গোসলখানা আর রাত্রিযাপনের জন্য আবাসিক হোটেলের সুবিধা গুলো ভোগ করতেন। তাদের পরিকল্পনা অনুসারে বন্ধ করে দিলেন প্রসাবখানা, মানুষ বাধ্য হয়ে টয়লেট এর পয়সা দিয়েই প্রসাব করতেন। কয়েকদিন পর বন্ধ করে দিলেন টয়লেট। নিরুপায় হয়ে মানুষ গোসলের পয়সা দিয়ে প্রসাব বা টয়লেটের কাজ সারতেন। একসময় গোসল খানাও বন্ধ করা হলো। মানুষ এখন সোজা আবাসিক হোটেলে উঠে আর যার যা দরকার সেরে নেয়। প্রজেক্ট সাকসেস, টয়লেট বন্ধ করে আবাসিক হোটেল ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সামর্থ্যবানদের পরিবেশগত কিছুটা অসুবিধা হলেও আগের মতোই আছেন। বাসা থেকে ভাড়ার টাকা হিসাব করে যাদের সফরে বা ব্যবসায় বেরুতে হয় তারা এখন ডাস্টবিন, পরিত্যাক্ত এলাকা আর নির্মাণাধীন ভবনের আনাচে কানাচে টয়লেটের প্রয়োজনীয়তা মেটায়। সামর্থ্যবান আর টয়লেট ব্যবসায়ীদের নজরে না আসলেও স্থানীয় লোকজন অনুভব করছে তাদের শহরের পরিত্যাক্ততার নমুনা আর অতিথিদের ভোগান্তি।
আজ ঐ পরিকল্পনায় জোট বেঁধেছে ক্ষমতাসীন দল, প্রশাসন, উচ্চবিত্ত সুশীল সমাজ আর নির্যাতিত বিরোধীদল। রসাতলে যাচ্ছে দেশ আর জনগন।
বিনীত