বাচ্চাটা জন্মের ১০-১৫মিনিটের এর মধ্যে ম্যাকানিকাল ভ্যান্টিলেশনে দেয়া হয়।বাচ্চার বাবাকে বলা হল আপনার বাচ্চার অবস্থা খুবই ক্রিটিকাল। যে কোন সময় খারাপ কিছু হইতে পারে। বাচ্চার বাবা "ছেলে হইছে নাকি মেয়ে হইছে"? বলা হল আপনার মেয়ে বাবু হইছে।
কথাটা শুনে মনে হল শ্রবণের সব মেঘ লোকটার চেহারায় ফুটে উঠছে। জিজ্ঞেস করা হল আপনার কয়টা মেয়ে?? লোকটা বলল আগের তিন মেয়ে।
কথা না বাড়িয়ে জিজ্ঞেস করা হল চিকিৎসা করাবেন?? লোকটি উত্তর দিল কি আর করমু স্যার চিকিৎসা তো করতে হবে। ৪/৫ দিন পর মেয়েটি মোটা মুটি সুস্থ হয়ে উঠল। কিন্তু সে মানুষটার চেহারায় হাসি দেখা গেল না। এই বাচ্চাটা হয়ত কখনো তার বাবার প্রিয় হইতে পারবে না।কিন্তু এখানে মেয়েটার দোষ কোথায়??
২০২৫ সালেও এমন জিনিস দেখতে পাওয়া যায়,ব্যাপারটা খুবই কষ্টের যখন একটা বাচ্চা দুনিয়াতে আসে আর মা বাবা সবার আগে জিজ্ঞেস করে ছেলে হইছে নাকি মেয়ে হইছে।বিশেষ করে মহিলারা এই ব্যাপারটা নিয়ে বেশি মাতামাতি করে।
রিজিক আকাশ থেকে আসে।বাপ মা ক্যাবল মাত্র উছিলা।একটা ব্যাপার সত্য সেটা হল সন্তান খারাপ হইলে বাপ মায়ের কষ্টের সীমা থাকে না, আর বাপ মা ভাল না হইলে সন্তানের জীবন শুরু হয় দুঃখ কষ্টের মধ্যে।
আপনার মতামত কমেন্ট জানান ?