"বউ সেজে কান্না হাসি তে মাখা মাখি হয়ে যেদিন এই বাড়ির মায়া কাটিয়ে আমি বের হয়েছিলাম সেদিন এক মুহূর্তের জন্যও আমি ভাবি নাই যে আমাকে ফিরে আসতে হবে।"
"সমাজ !!! সমাজ কি ?
আমি আসলেই কখনো বুঝি নি, বুঝলে হয়তো এ বাড়িতে আমার লাশ ফিরে আসতো, আর আমি হয়ে যেতাম খবরের কাগজের ভিতর পাতার ছোট্ট একটা শিরোনাম। "
নাটক : তিতলির ফিরে আসা