নৌকা পাড়ে ভিড়তেই দু’জন নৌকা থেকে নেমে পড়লো।
মাঝি:- বেশী দেরী কইরেন না, সন্ধ্যা হয়ে এলো আর আকাশের অবস্থাও বেশী ভালো না।
যে কোন সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে।
সোহান:- আচ্ছা ঠিক আছে আমরা তাড়াতাড়িই চলে আসবো।
— সোহান ইকরার হাত ধরে হেঁটে চললো সামনের দিকে কাশফুল গুলো বাতাসে হেলছে ধুলছে।
দেখতে অনেক সুন্দর লাগছে।
শহরের বন্দী জীবনে শুধু টিভিতে আর সোস্যাল মিডিয়াতেই এতো সুন্দর জায়গা দেখতে পাওয়া যায়।
#lovestory
https://www.lovestory-bd.com/5553/
প্রিয়তম,
আপনাকে নিয়ে আমার কাল্পনাতে বরাবরই ব্যক্তিগত কিছু ইচ্ছে ছিল।
ইচ্ছে ছিল পিচ্ ঢালা রাস্তায় আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হেঁটে দুজনে কোন এক বসন্তের বিকেল পাড় করো দিবো।
ইচ্ছে ছিল কোন এক শীতের সকালে,
শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে আপনার সাথে হেঁটে বেড়াবো।
রাগে -অভিমানে অথবা ভালোবাসা প্রকাশে রোজ রোজ আপনি করে বলতে বিরক্ত হয়ে যেতাম,
ইচ্ছে ছিলো আপনাকে আমার দেওয়া কোন এক ডাকনাম ধরে ডাকবো।
এসব ইচ্ছে শুধু আমার কল্পনাতেই সীমাবদ্ধ ছিল,
আমাদের সম্পর্কটা ছিল ফোনের এপাশ-ওপাশ।
#lovestory
https://www.lovestory-bd.com/3424/
বাসর ঘরে একলা চুপচাপ বসে আছে মিষ্টি বিয়ের টেনশনে সারাদিন কিছু খেতেও পারেনি মেয়েটা প্রচন্ড ক্ষুধায় এখন মাথা ঘুরছে তার। নতুন বউ! কাউকে বলতেও পারছে না যে তার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেন! লোকজন ভাববে বিয়ে করে বউ ঘরে তুললো নাকি রাক্ষস; আসার আগেই খাই খাই করছে…!!!”
ভাবীরা আগেই বলে দিয়েছে, বাসর রাতেই নাকি বিড়ালটা মারতে হয় অথচ মিষ্টি এক ঘন্টা হয়েছে এই বাড়িতে এসেছে, বাসর ঘরে তো দুরের কথা, এই বাড়িতেই কোন বিড়াল আছে বলে মনে হচ্ছে না তার…!!!”
#lovestory
https://www.lovestory-bd.com/2006/
প্রিন্সিপাল স্যার মিম ম্যাডাম কে পরিচয় করাইয়া দিয়ে চলে গেলেন।রবি থ
মেরে বসে আছে।ভাবতেছে,সে শেষ পর্যন্ত ম্যাডাম এর প্রেমে পড়ল।মিম ম্যাডাম
কে মোটেও ম্যাডাম এর মত লাগে না।দেখলে মন হয় কলেজে পড়ে।চেহারায় মায়াবী
ভাব আছে।দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে।রবি ও পড়ছে।ম্যাডাম হোক আর যাই হোক
প্রেম রবি এর সাথেই করবে।
ম্যাডাম একে একে সবার পরিচয় নিচ্ছেন।সবার শেষে রবির পরিচয় দেওয়ার পালা।কিন্তু রবি বসেই আছে।
-এই ছেলে তুমি পরিচয় দিচ্ছ না কেনো??
-আমিতো তখন পরিচয় দিলাম।
#lovestory
https://www.lovestory-bd.com/206/
আমি উৎসকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখতে বলেছি।আর বলেছি,যদি লিখতে পারে তাহলে বুঝবো সে আমাকে সত্যি সত্যি ভালবাসে।যদিও আমার এই কাজটা একদমই পছন্দ না।আমি ভেবেছি ও এই কাজ টা করার ভয়ে নিজে থেকেই আমার জীবন থেকে সরে যাবে।
কিন্তু আমার ধারণাকে বদলে দিয়ে উৎস আমাদের বাড়ীতে চলে আসে,
আমাকে গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিয়ে যেতে বলে।কি আর করবো,তারপর যাই ওখানে।
আমিতো জানি,এই ছেলের দাঁড়া এই কাজ সম্ভব না।
কিন্তু আমাকে সে মিথ্যে প্রমাণ করে দিয়ে আমার হাতে কিছু রক্ত মাখা চিঠি দেয়।
আর বলে,এগুলো পড়ে নিও।
#lovestory
https://www.lovestory-bd.com/5375/
ডাক্তার,আমি এখন বাচ্চা চাইনা।আপনি Abortion এর ব্যবস্থা করুন।
বরের মুখ থেকে আগত এই কথা টুকুই যথেষ্ট,আনন্দময় হাসি টুকু কান্নায় পরিণত হবার জন্য।
আমার বর আমাকে কখনোই মন থেকে ওর স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি।কারণ আমি তার কাছে গাঁয়ের মেয়ে এবং অশিক্ষিত।গ্রাম থেকে আমি মাত্র এস.এস.সি পাশ করেছি। ওর কাছে আমি গাঁইয়া বউ।
বিয়েটা ও ওর বাবা মায়ের পছন্দে করেছে।আমার বাবা আর ওর বাবা দুজন বন্ধু ছিলেন।পরে ওর বাবা শহরে চলে আসেন।এখানেই থেকে যান।বন্ধুত্বটা পোক্ত করতে আমাদের বিয়ে দেন।
অপূর্ব যে আমাকে পছন্দ করেনি বা তার অমতে যে বিয়ে হয়েছে এসবের কিছুই আমি জানতাম না।
#lovestory
https://www.lovestory-bd.com/5373/
তার মানে আশফি আর আহিল এক মায়ের পেটের ভাই না?
আশফি আর আহিল দুজন সৎ ভাই?
থাক তাতে কি।
উনারাতো আশফিকে কত ভালবাসেন।
আর এত ভালবাসেন বলেই হয়তো আশফি আমাকে বলেনি।
যাইহোক সবাই কষ্টের মুহূর্ত কিছুক্ষণের জন্য কাটিয়ে অল্প খাবার খেয়ে নিলাম।
কিছু ক্ষণ পর হঠাৎ আমার বাবা মায়ের আগমন।
আশফির বাবা মা আম্মু আব্বুকে দেখে ভেতরে আসতে বললেন,
কিছু ক্ষণ তারা কথা বার্তা বললেন।
তারপর আমার বাবা বললেন,
#lovestory
https://www.lovestory-bd.com/5395/
আমি মনে মনে ভাবতে থাকি,দুনিয়ার সব ছেলেই কি এমন?
আমি নাম্বার টা ব্লক করে রাখি।
এর মাঝে আমার আর অনন্যর সাথে দেখা হয়না।
ও ওর জব নিয়ে বিজি।আমিও আমার পড়াশোনা নিয়ে।
সামনে ঈদ,
অনন্য ঈদে আমার জন্য একটা শাড়ী কিনে।
শাড়ীটা কিনে আমার এক ফ্রেন্ডকে দিয়ে আমার কাছে পাঠায়।
আর ওকে শিখিয়ে দেয় ও যেন বলে শাড়ীটা আমার ফ্রেন্ড দিয়েছে।
#lovestory
https://www.lovestory-bd.com/5415/
বিয়ের পাঁচ বছর পরেও যখন আমি কোনো সন্তানের মা হতে পারলাম না তখন আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। এক বাসায় থাকলেও তারা আমার সাথে কখনো কথা বলতো না তবে আমাকে উদ্যেশ্য করে নানা ধরণের আক্রমণাত্মক কথা বলতো। যেগুলো আমার ভিতরটাকে রীতিমত ক্ষতবিক্ষত করতো। আমার মনে হতে আমার হৃদয়টাকে কেউ ছুড়ি দিয়ে ছিদ্র করছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না। আমার শাশুড়ি প্রায়ই পাড়ার মানুষকে শুনিয়ে শুনিয়ে আমাকে উদ্যেশ্য করে বলতো,
#lovestory
https://www.lovestory-bd.com/6648/