এমন একটা সকাল যেন হয়
যেথা রাত পোহালে, সব সুখেই নিরুদ্দেশ।
এমনি এক সকালের প্রত্যাশায়,
যখন সূর্যোদয়ে আসবে যেন খুশীর সন্দেশ।
অধরা এই সকাল খুঁজে ফিরি
যেদিন জীবন মানে শুধুই ভালোবাসি ,
এই সকাল আসবে কি কখনো
নেই হিংস্রতা,সব খুনির গলায় ফাঁসি।
আজও দেখিনি এমন সকাল
কাঁদেনি পৃথিবী,ঝরেনি অশ্রু ওই নয়নে
কে চায়না এমন দিন-
যার শুরুটা হবেনা কারো মহাপ্রায়ানে।
এই সকালের হয় যেন উদয়
যেদিন তুমি বন্ধু তোমরা বন্ধু কোন শত্রু নাই,
কোথায় এমন সকাল পাই খুঁজে
চায়ের সাথে জমল বুঝি আলাপ,কত আনন্দ যে ভাই।
আজও এমন সকালের সপ্ন দেখি
যেথা আহত পাখির নির্ভয় উড়াউড়ি,
সেই সকাল কেন হয়না এমন
স্বপ্নে হই নিমগ্ন,আর শুন্যে উড়াই স্বপ্নের ঘুড়ি।
ওই সুদূরে সেই সকাল দেখি আমি
যবে ফুটেছে রক্তজবা, অথচ ঝরেনি রক্ত,
সেই স্বপ্নীল সকালের প্রত্যাশায় বলি
পৃথিবী! আমি যে তোমার অন্ধভক্ত।
https://islamibarta24.com/
সবধরনের ইসলামী পোষ্ট পেতে ওয়েব সাইটটি ফলো করুন।
হযরত উমর (রাঃ) এর ১০০ ঘটনার ২ নং ঘটনা- ইসলাম গ্রহণ
হজরত উমর রা.-এর মনমুকুরে সর্বপ্রথম ইমানের কিরণ ওইসময় বিচ্ছুরিত হয়, যখন সময়টা ছিল আবিসিনিয়া হিজরতের। উমর দেখছিলেন, কুরাইশের কিছু নারী মক্কা মুকাররামা থেকে হিজরতের প্রস্তুতি নিচ্ছে। তারা উমর ও তার মতাে অন্যান্য লােকদের নির্যাতন-নিপীড়নে ভীষণ উদ্বিগ্ন। মুসলিমদের ইমান ও আকিদা এবং বিপদ আপদে তাদের ধৈর্যধারণের অসাধারণ ক্ষমতা দেখে তিনি হতবাক হয়ে যেতেন এবং মুগ্ধ দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকতেন। অধিকন্তু কোনাে কোনাে সময় জ্ঞানী ব্যক্তিদের মতাে তার মনে ..
https://islamibarta24.com/%e0%....a6%b9%e0%a6%af%e0%a6
প্রেমের টানে ১০ বছরের ছোট ভাগ্নে কে নিয়ে পালালো মামী ,
দেখুন বিস্তারিত https://www.rajshahirnews24.co....m/2021/12/premer-tan
প্রেমের টানে ১০ বছরের ছোট ভাগ্নে কে নিয়ে পালালো মামী ,
দেখুন বিস্তারিত https://www.rajshahirnews24.co....m/2021/12/premer-tan