🏃♀️ ক্যাথরিন সুইটজার ইতিহাস গড়েছিলেন—দু’বার।
১৯৬৭ সালে তিনি বস্টন ম্যারাথনে আনুষ্ঠানিকভাবে দৌড়ানো প্রথম নারী হন—যখন নারীদের অংশগ্রহণের অনুমতি ছিল না। দৌড়ের সময় কর্মকর্তারা তাকে জোর করে ট্র্যাক থেকে নামাতে চাইলে তিনি পিছিয়ে যাননি এবং দৌড় চালিয়ে যান। 💥
🕊️ ৫০ বছর পর— ৭০ বছর বয়সে তিনি আবার সেই ম্যারাথন দৌড়ান, গর্বের সঙ্গে একই বিব নম্বর (২৬১) পরে।
এবার পুরো বিশ্ব তাকে উৎসাহ দিয়েছে। 🙌
তার গল্প প্রমাণ করে—
সাহস ও দৃঢ়তা থাকলে যে কোনো বয়সেই বাধা ভাঙা সম্ভব। 💪🔥