একবার ভেবেছেন কি আপনাকে যদি এই মুহুর্তে আবার ক্লাস ১০ এ ভর্তি করিয়ে দেয়া হয় তবে পড়াশোনা কত সহজ লাগবে। একই সাথে একটা থমকে থাকা অস্থিরতাও কাজ করবে। কারণ, আপনাকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যদিও আপনি জানেন যে, পথ গুলো কিভাবে অতিক্রম করতে হবে।
যাইহোক, জীবনে এমন পরিস্থিতিতে কাউকে না কাউকে পরতেই হয়।
তাই অবজারভেশন বাড়াতে হবে। ভুলগুলো যেন আবার আমরা নতুন করে না করি।
#premdevota
#makingchange
#linkeei
#bd
#life