** মানুষ ও ধর্ম **
মানুষ = মান + হোষ।
মানুষের মান হল নফস বা লিঙ্গ আর হোষ হল বিবেক বা জ্ঞান। আর এই বিবেক বা জ্ঞান দিয়ে নফস বা লিঙ্গের আত্ম উপলব্দি করে তার চাওয়া পাওয়ার বিধিবিধান অনুসারে নিজেকে পরিচালনা করাই পরম জ্ঞানের জ্ঞানি কারন নফস বা লিঙ্গই পরম বা নবি। আর নবির নিজস্ব কামনা বাসনার পরম বিধিবিধান মানাই নবির উম্মত। আর উম্মতই স্রষ্টার মনোনীত তাই তাকে স্রষ্টা ইনছান রুপে সৃষ্টি করা।
ধর্ম হল স্রষ্টা মার ও পরম নবির নিজস্ব কামনা বাসনা বা তাদের ইচ্ছার ধারাবাহিকতা হল আল্লাহ রাসুলের ধর্ম যাহা মানলে আমরা পাব শান্তি আর তাহাই ইসলাম। তাই ইসলামই হল মানব ধর্ম কেননা মানবের মাঝে যে আল্লাহ নবি আছেন তার ধর্মই ইসলাম বা শান্তি যাহা বিশ্ব সকল মানবের। যেখানে কোন জাতের ভেদাভেদ নাই আর এ কারনেই নবিজিকে বিশ্ব নবি বলা হয় কারন ওনার ইসলাম নাম রাখা বিশ্ব মানবের ধর্মকে।