Linkeei Linkeei
    #best #tructiepbongda #bongdatructuyen #software #xembongda
    Avanceret søgning
  • Log på
  • Tilmeld

  • Nattilstand
  • © 2025 Linkeei
    Om • Vejviser • Kontakt os • Udviklere • Fortrolighedspolitik • Vilkår for brug • Tilbagebetale • Linkeei App install

    Vælg Sprog

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Holde øje

Holde øje Hjul Film

Begivenheder

Gennemse begivenheder Mine begivenheder

Blog

Gennemse artikler

Marked

Seneste produkter

sider

Mine sider Synes godt om sider

Mere

Forum Udforske Populære opslag Spil Jobs Tilbud
Hjul Holde øje Begivenheder Marked Blog Mine sider Se alt

Opdage indlæg

Posts

Brugere

sider

Gruppe

Blog

Marked

Begivenheder

Spil

Forum

Film

Jobs

Magazine
Magazine
3 år

ইউটিউবে এক ভিডিওতে ভিন্ন ভিন্ন ভাষা যুক্ত করা যাবে
***********************************************************************
ইংরেজিতে দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষা বুঝতে সমস্যা হয় অনেকের। আর তাই ভিন্ন ভাষায় তৈরি ভিডিও দেখার সময় ভাষার জটিলতায় পড়েন অনেকে। সমস্যা সমাধানে ইউটিউবের অনেক কনটেন্ট নির্মাতা নিজেদের তৈরি ভিডিওতে ইংরেজিসহ বিভিন্ন ভাষার ক্যাপশন ব্যবহার করেন। কেউ আবার ভিডিওতে থাকা তথ্য ভিন্ন ভাষায় ডাবিং করেন। কিন্তু এতে একসঙ্গে একাধিক ভাষা যুক্ত করা যায় না। এবার একই ভিডিও একাধিক ভাষায় ডাবিং করার সুবিধা যুক্ত করেছে ইউটিউব। মাল্টি-ল্যাংগুয়েজ অডিও নামের এ সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা সহজে নিজেদের ভিডিওতে একাধিক ভাষা যুক্ত করতে পারবেন। ফলে ভিডিওতে বর্তমানের তুলনায় দর্শক সংখ্যা বেশি হবে।

ইউটিউবের তথ্যমতে, এত দিন এক ভাষার ভিডিও একাধিক ভাষায় ডাবিং করার সুযোগ থাকলেও প্রতিটি ভাষার জন্য নতুন ভিডিও প্রকাশ করতে হতো। কিন্তু মাল্টি-ল্যাংগুয়েজ অডিও সুবিধা কাজে লাগিয়ে একই ভিডিও একাধিক ভাষায় ডাবিং করা যাবে। দর্শকেরা ভিডিও দেখার সময় সেটিংস অপশন থেকে মাল্টি-ল্যাংগুয়েজ অডিও নির্বাচন করলেই পছন্দমতো ভাষায় ভিডিও দেখতে পারবেন।

বেশ কিছুদিন ধরে নির্বাচিত কনটেন্ট নির্মাতাদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছিল ইউটিউব। পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ পেয়ে এরই মধ্যে বিভিন্ন কনটেন্ট নির্মাতা ইউটিউবে প্রায় ৪০ ভাষায় প্রায় সাড়ে তিন হাজার ভিডিও প্রকাশ করেছেন। মাল্টি-ল্যাংগুয়েজ অডিও সুবিধা ব্যবহারের ফলে ভিডিওগুলোতে ভিন্ন ভাষাভাষী দর্শকের সংখ্যা ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইউটিউব।

প্রাথমিকভাবে নির্বাচিত কনটেন্ট নির্মাতারা এ সুযোগ পেলেও পর্যায়ক্রমে সব দেশে মাল্টি-ল্যাংগুয়েজ অডিও সুবিধা চালু করা হবে। ইউটিউব জানিয়েছে, নতুন এ সুবিধা চালু হলে সাবটাইটেল এডিটর টুলের মাধ্যমে এক বা একাধিক ভাষা নির্বাচন করে ভিডিও প্রকাশ করা যাবে।
সূত্র: ম্যাশেবল

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
avatar

dfreviews

I read it, it's pretty good, but it needs to be a little better
Synes godt om
· Svar · 1677350081

Slet kommentar

Er du sikker på, at du vil slette denne kommentar?

Magazine
Magazine
3 år

চ্যাটজিপিটির প্রলোভন দেখিয়ে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে হ্যাকাররা
***********************************************************************
গত বছরের নভেম্বরে বাজারে আসার পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই চ্যাটজিপিটি ডাউনলোডের প্রলোভন দেখিয়ে মেলওয়্যার আক্রমণ চালাচ্ছেন হ্যাকাররা। মেলওয়্যারটি কম্পিউটারে প্রবেশ করে ব্যবহারকারীদের ফেসবুক, গুগল অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ডসহ ব্রাউজারে থাকা বিভিন্ন তথ্য হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়।

অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের নিরাপত্তা গবেষকেরা জানান, ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরির জন্য ফেসবুকে চ্যাটজিপিটি নামে একাধিক গ্রুপ খুলেছে হ্যাকাররা। এসব গ্রুপ থেকে সহজে চ্যাটজিপিটি ব্যবহারের প্রলোভন দেখিয়ে একটি লিংক পাঠানো হয়। লিংকে ক্লিক করলেই চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের ওয়েবসাইটের আদলে একটি ভুয়া ওয়েবসাইট চালু হয়। এরপর চ্যাটজিপিটি ডাউনলোড অপশনে ক্লিক করলেই কম্পিউটারে ‘ফোবো’ নামের ট্রোজান হর্স মেলওয়্যার প্রবেশ করে।

ফোবো মেলওয়্যার কম্পিউটারে প্রবেশ করেই ব্রাউজারে সংরক্ষণ করা বিভিন্ন আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে থাকে। পাশাপাশি ব্রাউজারের মাধ্যমে ফেসবুক বা গুগল অ্যাকাউন্টে প্রবেশ করলে ব্যবহারকারীদের আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়।

ক্যাসপারস্কি ল্যাবের নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে এ মেলওয়্যার আক্রমণ চালাচ্ছেন হ্যাকাররা। মেলওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের বদলে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাঁরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

ধর্ষণের অভিযোগে নওয়াজুউদ্দিনের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী আলিয়া
***********************************************************************
বলিউডের অভিনেতা নওয়াজুউদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির সম্পর্ক ভালো যাচ্ছে না। চলতি বছরের শুরু থেকেই একে অন্যের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ করে যাচ্ছেন। তবে এবার যা হলো তা যেন ছাড়িয়ে গেছে আগের সবকিছুকে। নওয়াজুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলেন আলিয়া। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ভারসোভা থানায় মামলাটি করেন আলিয়া। তিনি এও জানান নওয়াজুউদ্দিনের বিরুদ্ধে আনা সব অভিযোগের প্রমাণ তার কাছে রয়েছে।

গতকাল ইনস্টাগ্রামে এক ভিডিও প্রকাশ করেন আলিয়া। সেখানে তিনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করার কথা জানান। ভিডিওটিতে অশ্রুসজল চোখে আলিয়া বলেন, ‘একজন দুর্দান্ত অভিনেতা মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার মা আমার সন্তানকে যখন অবৈধ বলেছিল, সেই সময় এই খারাপ মানুষটি চুপ করে ছিল। আমি তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছি।’

ভিডিওতে আলিয়া আরও বলেন, ‘যে মানুষ কোনো দিন সন্তানদের দায়িত্ব নেয়নি, কীভাবে সন্তানেরা বড় হয়ে গেল জানেই না। সে এখন দায়িত্ব নিতে এসেছে সন্তানদের। আসলে ক্ষমতার জোরে ভালো বাবা হওয়ার চেষ্টা করছে, আমার সন্তানদের কেড়ে নিতে চাচ্ছে। ক্ষমতার অপব্যবহার করে এক মায়ের কোল খালি করতে চাইছে নওয়াজ।’

নওয়াজুউদ্দিন-আলিয়ার সংসারে দুই সন্তান সোরা ও ইয়ানি। কিছুদিন আগেই অভিনেতার মা দাবি করেন ইয়ানি নওয়াজ়ের সন্তান নয়। সেই সময় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবি তোলেন অভিনেতার স্ত্রী।

এর আগে আদালতে একাধিক অভিযোগ করে মামলা নওয়াজুউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন আলিয়া। যার মধ্যে একটি ছিল যৌতুকের মামলা। এই মামলাটি গতকাল আদালত খারিজ করে দেন।

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

যেভাবে চরিত্র বাছাই করেন সাইয়ামি
***********************************************************************
‘ইন্টারেস্টিং’ চরিত্র ছাড়া কাজ করতে আগ্রহী হন না সাইয়ামি খের। তাই ছয় বছরের ফিল্মি ক্যারিয়ারে তাঁর ছবির সংখ্যা নেহাতই কম। ছবি নির্বাচনের ব্যাপারে কি খুব বেশি খুঁতখুঁতে তিনি?

সম্প্রতি এই প্রশ্নের জবাবে সাইয়ামি বলেছেন, ‘খুঁতখুঁতে বলে আমার কাছে অনেক ছবিরই প্রস্তাব আসে না। তবে যেটুকু আসে, তার মধ্য থেকেই আমি বেছে নিই। আমাকে প্রথম ছবির পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা বলেছিলেন, “নিজের চরিত্রের ব্যাপারে ভুলে প্রথমে চিত্রনাট্যটা ভালোভাবে পড়বে।” চিত্রনাট্য পছন্দ হলে আবার পড়ার কথা বলেছিলেন তিনি। তারপর চরিত্রের দিকে নজর দিতে বলেছিলেন। আরও বলেছিলেন, যদি চরিত্র ইন্টারেস্টিং হয়, মনে হয় আগে এমন চরিত্র করিনি; তাহলে যেন চোখ বন্ধ করে হ্যাঁ বলি। রাকেশ স্যার বলেছিলেন, যে কাউকে না জিজ্ঞেস করে শুধু নিজের মনের কথা শুনতে। তাই আমি চরিত্রের মাধ্যমে নতুন এক জীবনের স্বাদ নেওয়ার চেষ্টা করি। এই নতুন জীবন থেকে নতুন কিছু শেখার চেষ্টা করি। ছবি নির্বাচনের ক্ষেত্রে আমি এসব বিষয় সাধারণত মাথায় রাখি।’

নিজের অভিনয়জীবন নিয়ে নানা ধরনের স্বপ্নে মশগুল সাইয়ামি। নিজের ক্যারিয়ার নিয়ে কতটা সন্তুষ্ট? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, কোনো অভিনেতাই সন্তুষ্ট হন না। কারণ, একবার সন্তুষ্ট হয়ে গেলে আর কিছু করার থাকে না। আমি সেই একজন, যে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। নিজেকে একই ধাঁচে বেঁধে রাখতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যি কৃতজ্ঞ যে এখন পর্যন্ত আমার গায়ে কোনো তকমা লাগেনি। তবে অভিনয়জীবনের সবে ছয় বছর পার করেছি। এখনো অনেক পথচলা বাকি।’

সাইয়ামিকে পর্দায় শেষ দেখা গেছে ‘ফাড়ু’ ওয়েব সিরিজে। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত সিরিজটিতে সাইয়ামির বিপরীতে ছিলেন পাভেল গুলাটি। সনি লিভের সিরিজে সবার নজর কেড়েছেন অভিনেত্রী। এবার তাঁকে দেখা যাবে আর বালকির ‘ঘুমের’ ছবিতে। এতে আরও আছেন অভিষেক বচ্চন।

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

শীর্ষে পৌঁছেই যে কারণে বিরতি নিলেন সেলেনা
***********************************************************************
ইনস্টাগ্রামে নারী তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী সেলেনা গোমেজের। কিছুদিন আগেই কাইলি জেনারকে টপকে শীর্ষ স্থান দখল করেন তিনি। তবে শীর্ষে পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতির ঘোষণা দিয়েছেন এই গায়িকা-অভিনেত্রী। সেলেনা তাঁর ভ্যারিফায়েড টিকটক অ্যাকাউন্টের লাইভে এসে এ ঘোষণা দেন।

বিরতির কারণ জানিয়ে সেলেনা বলেন, ‘আমি দ্বিতীয়বারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিচ্ছি। কারণ, আমার বয়স ৩০ পার হয়েছে। এসব করার জন্য আমার বয়স একটু বেশিই হয়ে গেছে।’ সেখানে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘সারা বিশ্বের এত ভক্ত ও বন্ধু পেয়ে আমি ধন্য। আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। আপনাদের আমি অনেক ভালোবাসি। আপাতত সবকিছু থেকে বিদায় নিচ্ছি। শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হবে।’

তিনি তাঁর এই ভিডিওতে সরাসরি না বললেও বিরতির জন্য ইঙ্গিতে অভিযুক্ত করেছেন কাইলি জেনার ও হেইলি বিবারকে। মার্কিন গণমাধ্যমের তথ্যানুসারে সেলেনার অভিযোগ, কাইলি জেনার ও হেইলি বিবার সেলেনার ভ্রু নিয়ে উপহাস করেছেন। এ ছাড়া তাঁর কাছের বন্ধু টেইলর সুইফটকে ইঙ্গিত করে অপমানজনক কথা বলেছেন। তবে তাঁর অভিযোগ মানতে নারাজ কাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সেলেনার সঙ্গে আমার কোনো বিরোধ নেই, তাঁর ভ্রু নিয়ে পোস্টও দেখিনি! আপনারা কিছু না জেনে এগুলো ছড়িয়ে দিচ্ছেন।’

টেইলর সুইফটকে অপমানজনক কথা বলা প্রসঙ্গে সেলেনা গোমেজ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিচ্ছি। আমার বন্ধুদের রক্ষা করার অধিকার আমার আছে। আপনি আমার সম্পর্কে যা খুশি বলুন, কিন্তু আমার লোকেদের জন্য আমি মরতে পারি।’

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেলেনা গোমেজ দ্বিতীয়বারের মতো বিরতি নিলেন। এর আগে তিনি ২০১৮ সালে বিরতি নিয়েছিলেন। সেবার তিনি ফিরতে সময় নিয়েছিলেন চার বছর।

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

যে কারণে কানাডার নাগরিকত্ব বাতিল করছেন অক্ষয়
***********************************************************************
অক্ষয়ের মধ্যে দেশপ্রেম নেই—সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ঘুরে বেড়ায় এমন মন্তব্য। বিশেষ করে ভারতের নির্বাচনের আগে। ভারত ও কানাডার দ্বৈত নাগরিক হওয়ায় ভারতের নির্বাচনে ভোট দিতে পারেন না অক্ষয় কুমার, তাই নির্বাচনের আগে প্রতিবারই বিষয়টি নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়। বিষয়টি নিয়ে অনেকবারই কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন, কানাডার নাগরিকত্বের বিষয়টি তিনি কখনোই লুকাননি। এটা নিয়ে বারবার বিতর্ক তৈরির কোনো মানেই হয় না। তবে বিতর্কের কারণেই কিনা কানাডীয় নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়।

আজ মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘সেলফি’। ছবির প্রচারে দিন কয়েক আগে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কানাডার পাসপোর্ট বাতিলের আবেদন করার কথা নিজেই জানান তিনি।

অক্ষয় কুমার বলেন, ‘ভারতই আমার সবকিছু। আমার যা কিছু অর্জন সবই এ দেশ থেকে পাওয়া। দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সত্য-মিথ্যা যাচাই না করে মানুষ যখন তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে, সেটা তাঁকে আহত করে।

অক্ষয় জানান, ক্যারিয়ারের শুরুর দিকে টানা ১৫টি ছবি ফ্লপ করার পর তিনি পেশা বদল করার কথা ভেবেছিলেন। তখন কাজের সূত্রেই এক বন্ধুর মধ্যে কানাডীয় নাগরিকত্ব পান। এরপর অনেক দিন পেরিয়ে গেলেও কানাডীয় নাগরিকত্ব আর বাতিল করা হয়নি।

‘সেলফি’ ছাড়াও চলতি বছর তাঁর ‘বড়ে মিঁয়া ছোটে মিঁয়া’ ও ‘ও মাই গড টু’ ছবি দুটি মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি জানা গেছে ‘হের ফিরি’র তৃতীয় কিস্তিতেও অভিনয় করবেন তিনি।

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

বলিউডের নায়িকা হতে নেইমারের সেই প্রেমিকা এখন ভারতে
***********************************************************************
মূলত নাচের মানুষ। ১৬ বছর ধরে ব্যালে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। দেখা গেছে কয়েকটি সিরিজেও। তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিউবান মডেল নাতালিয়া বারুলিস এই সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমারের সঙ্গে প্রেমের কারণে নিয়মিতই খবরে ছিলেন। এ ছাড়া ইনস্টাগ্রামে নগ্ন ছবি পোস্ট করেও চর্চায় ছিলেন নাতালিয়া। নেইমারের সঙ্গে প্রেম ভেঙে গেছে। নাতালিয়া এখন ভারতে। বম্বে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত তাঁর সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করায়।

মার্কিন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নাতালিয়া বারুলিস প্রথমবারের মতো ভারতে এসেছেন। তিনি জানান, এখন হিন্দি ভাষা রপ্ত করছেন, নিচ্ছেন কত্থক নাচের প্রশিক্ষণও। এ ছাড়া অভিনয়ের প্রশিক্ষণ চলছে সমানতালে।

বম্বে টাইমসে নাতালিয়া বলেন, ‘আমি বরাবরই ভারতে আসতে চেয়েছি, ভারতীয় সংস্কৃতি ভালো লাগে। এ দেশের মানুষ, বলিউড সবকিছু। হতে পারে আমি এখানেও কোনো কাজে যুক্ত হব। মনে হয় না বলিউডে এখনো কোনো লাতিন অভিনেত্রী আছেন। বলিউডের এ ধরনের কাউকে দরকার।’

হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। বলেন, একটু কষ্ট হলেও কত্থক নাচের ক্লাস উপভোগ করছেন তিনি।

সালমান খান ও ক্যাটরিনার ভক্ত
নাচ, মডেলিং ছাড়াও নাতালিয়া ডিজেও বটে। ভারতে আসার আগে থেকেই বলিউড সিনেমা দেখেছেন তিনি। সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, ‘বলিউড সিনেমা আমি খুব উপভোগ করি। ক্যাটরিনা কাইফের বড় ভক্ত আমি, তিনি আমার আদর্শও বটে। আশা করি, কখনো তাঁর সঙ্গে দেখা হবে। এ ছাড়া আমি সালমান খানকে পছন্দ করি। বলতে পারেন হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই আমার বেশি পছন্দ।’

নাতালিয়া আরও জানান, সম্প্রতি ‘পাঠান’ দেখেছেন তিনি। শাহরুখ খান ছবিটিতে যেভাবে অ্যাকশন করেছেন, সেটা তাঁর মন ভরিয়ে দিয়েছে। এ ছাড়া ছবিতে দীপিকা পাড়ুকোনকেও ভালো লেগেছে তাঁর।

নেইমার প্রসঙ্গ
নাতালিয়া বারুলিসের সাক্ষাৎকার, তাতে নেইমারের প্রসঙ্গ থাকবে না, তা–ই কি হয়! তবে নাতালিয়া জানান, কেবল নেইমারের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত হতে চান না তিনি। নাতালিয়া বলেন, তিনি এখন সিঙ্গেল, সম্পর্কের চেয়ে কাজ নিয়েই ভাবছেন তিনি। নেইমারের আগে কলম্বিয়ার গায়ক মালুমার সঙ্গেও প্রেম করেছেন তিনি।

নেইমারের সঙ্গে প্রেম নিয়ে নাতালিয়া বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো কারও প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। সে এতটাই বিখ্যাত যে আমার প্রতিভা ঢাকা পড়ে যায়। আমি কারও সাবেক প্রেমিকার চেয়ে বেশি কিছু, কিন্তু আমাকে সেভাবেই তকমা দেওয়া হয়। চেষ্টা করছি এটা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার। সেই সময়টা এখনো আসেনি, শিগগিরই আসবে।’

সাক্ষাৎকারে নাতালিয়া আরও জানান, তাঁর সঙ্গে নেইমারের প্রেম মাত্র কয়েক মাস স্থায়ী হয়। নেইমারকে তিনি অসাধারণ মানুষ হিসেবেও অবিহিত করেন নাতালিয়া।

নতুন ক্যাটরিনা, নাকি নোরা ফাতেহি
নাতালিয়া বারুলিস ভারতে আসার পর থেকেই হিন্দি সিনেমার অনেক দর্শক বলছেন, ক্যাটরিনা কাইফ বা নোরা ফাতেহির মতো আরেকজনকে পেতে যাচ্ছে বলিউড, যাঁরা ভারতের বাইরে থেকে এসে বলিউডে জনপ্রিয় হয়েছেন। তবে নাতালিয়া শেষ পর্যন্ত কত দূর যাবেন, তা সময়ই বলে দেবে।

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Sohel Chakma
Sohel Chakma  
3 år ·Youtube

বিঝুর উপলক্ষে নিউ দামাকা সুন্দরী কমলা

Subscribe
Original Song link ⤵️
Klinton & Anura Chakma

#sundori #kamola
#new #newmusic
#vairalvideo #valentines #biju #bizu #chakma
#chakmasong

Follow : Md Sohel Chakma

Synes godt om
Kommentar
Del
Md Parvaj Mollick
Md Parvaj Mollick  
3 år ·Youtube

Synes godt om
Kommentar
Del
Sirazum Munir Toaha
Sirazum Munir Toaha      Tasnia Farin Fan Club
3 år

Shoot for @festivibefashion
Photographer @rony._rezaul
Styling @goutom_ssaha

image
Synes godt om
Kommentar
Del
Showing 12222 out of 19613
  • 12218
  • 12219
  • 12220
  • 12221
  • 12222
  • 12223
  • 12224
  • 12225
  • 12226
  • 12227
  • 12228
  • 12229
  • 12230
  • 12231
  • 12232
  • 12233
  • 12234
  • 12235
  • 12236
  • 12237

Rediger tilbud

Tilføj niveau








Vælg et billede
Slet dit niveau
Er du sikker på, at du vil slette dette niveau?

Anmeldelser

For at sælge dit indhold og dine indlæg, start med at oprette et par pakker. Indtægtsgenerering

Betal med tegnebog

Betalingsadvarsel

Du er ved at købe varerne, vil du fortsætte?

Anmod om tilbagebetaling