Do you want to start a business without any investment then join here http://Mohammad122.jeunesseglobal.com/
ভালবাসি নামক গল্পটার পরিণতি পাবেনা জেনেও
মানুষ কেন ভালবাসে..??
দিনশেষে কিছু ভালবাসার গল্প বোধহয় অসমাপ্তই রয়ে যায়। সময়ের গল্প হয়ত অসময়ে আর লেখা হয় না। চাইলেও তা আর পারা যায় না। যত ভালবাসা যত আবেগ থাকুক না কেন সময়ের টানাপোড়ানে সব আবেগি একদিন ডানা মেলে উড়ে যায়।
শুধু রয়ে যায় সেই শূন্য খাঁচাটা। আমাদের মায়া বাড়াতে। সেই শূন্য খাঁচাটার দিকে তাকিয়ে আমরা রোজ তার স্মৃতীটুকো মনে করি।
হয়ত আমরা মনে করি না। সেই শূন্য খাঁচাটাই হয়ত আমাদেরকে তার কথা মনে করিয়ে দেয়। আর চোখের কোনায় নিজের অজান্তেই বেয়ে পড়ে একফোঁটা নোনা জল।। দিনশেষে সেই একফোঁটা নোনা জলের খবর কেউ রাখেনা।।
এই নির্মম বাস্তবতা জেনেও মানুষ কেন ভালবাসে? মানুষ কেন, কারও মায়ায় জড়িয়ে যায়?
- কারণ শুধু আবেগের চরম মুহুর্ত গুলোতে দুটি অতৃপ্ত মন খুজে পায় একটা ভরসা কিংবা নতুন ভাবে বেঁচে থাকার একটা গভীর বিশ্বাস।
দুটি ভেসে যাওয়া মন খুঁজে পায় একটু আশ্রায়। আপন করে নিজের মতো করে কিছু পাওয়ার আনন্দ, যা জীবনের যেকোনো জৈবক সূখের চেয়ে অনেক শ্রেয়।
এভাবেই হয়ত মানুষ সবকিছু জেনেও এই নির্মম বাস্তবতার আড়ালে গিয়ে কাউকে না কাউকে ভালবাসে।
কারও না কারও মায়ায় নিজেকে আবদ্ধ করে। ভালবাসি নামক এই গল্পের পরিণতি পাবে না জেনেও প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে এই অসমাপ্ত গল্পটা থাকুুক।।।
বাসা ভাড়া
সিলেট নগরীর কুমারপাড়ায় তয় তলায় ছোট পরিবারের জন্য ১ মার্চ-২০২২ থেকে বাসা ভাড়া দেয়া হবে। এখানে রয়েছে ২টি রুম, ১টি বাথরুম, ১টি কিচেন রুম ও ১টি বড় বারান্দা। সম্পূর্ণ টাইলস ও সিলিং করা। বাসা নং ১০, ব্লক সি (এ জেড কুরিয়ারের উত্তর পাশের গলি)।
সিলিন্ডার গ্যাস ও প্রিপেইড বিদ্যুৎ বিল ভাড়াটিয়ার। বাসার মাসিক ভাড়া ৬,০০০/= (ছয় হাজার) টাকা। ##
মোবাইল-০১৭১১ ৯২১১৯৭।
Rakib Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Towfiq Hasan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?