ফেসবুক ব্যবহার করলেও জানবে না কেউ
***********************************************************************
স্মার্টফোন বা কম্পিউটারে ফেসবুক চালু করে বিভিন্ন কাজ করেন অনেকেই। তবে ফেসবুকে ঢুকলেই বন্ধু তালিকায় থাকা সবাই জানতে পারেন, আপনি অনলাইনে আছেন। তাই পরিচিত কেউ বার্তা পাঠাতে পারেন। কিন্তু কাজে ব্যস্ত থাকার কারণে সময়মতো বার্তার উত্তর দিতে না পারায় মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ফেসবুকের ‘অ্যাকটিভ’ স্ট্যাটাস অপশন বন্ধ রেখে অনলাইনে সক্রিয় থাকার তথ্য অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়।
স্মার্টফোন থেকে ফেসবুকের অ্যাকটিভ স্ট্যাটাস অপশন বন্ধ করার জন্য প্রথমে মেসেঞ্জার অ্যাপ চালু করতে হবে। এরপর ওপরের চ্যাটস অপশনের পাশে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করে প্রোফাইল ছবির পাশে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এবার নিচে স্ক্রল করে অ্যাকটিভ স্ট্যাটাস অপশন বন্ধ করতে হবে।
কম্পিউটার থেকে অ্যাকটিভ স্ট্যাটাস বন্ধ করার জন্য ফেসবুকে প্রবেশ করে ডানদিকের ওপরে থাকা মেসেঞ্জার আইকনে ক্লিক করতে হবে। এরপর চ্যাটস অপশনের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করলেই নিচে বেশ কিছু অপশন দেখা যাবে। এবার নিচে স্ক্রল করে অ্যাকটিভ স্ট্যাটাস অপশনটি বন্ধ করতে হবে।
source : প্রথম আলো
লিংকডইনেও বার্তা লিখে দেবে এআই টুল
***********************************************************************
পেজাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে চাকরির সন্ধান পেতে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের কাছে বার্তা পাঠিয়ে থাকেন। এসব বার্তায় নিজের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার তথ্য তুলে ধরেন তাঁরা। তবে প্রতিষ্ঠান এবং চাকরির ধরন বুঝে বেশির ভাগ সময়ই আলাদা বার্তা লিখে পাঠাতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। এ সমস্যা সমাধানে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার টুল চালু করতে যাচ্ছে লিংকডইন।
এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ওপর এআই টুলটির কার্যকারিতা পরখ করছে লিংকডইন। টুলটি চালু হলে কোনো ব্যক্তিকে বার্তা পাঠানোর সময় চ্যাট অপশনে ‘ম্যাজিক ওয়ার্ল্ড’ নামের একটি চিহ্ন দেখা যাবে। চিহ্নটিতে ক্লিক করলেই এআই টুলটি ব্যবহারকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার তথ্য নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপযোগী করে দ্রুত লিখে দেবে।
জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার টুলটি লিংকডইনে থাকা ব্যবহারকারীদের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক তথ্যসহ অন্যান্য দক্ষতা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বার্তার খসড়া লিখে দিতে পারে। ব্যবহারকারীরা চাইলে বার্তা সম্পাদনার পাশাপাশি নতুন তথ্যও যুক্ত করতে পারবেন। ফলে ভুল বা অসম্পূর্ণ তথ্য পাঠানোর আশঙ্কা থাকবে না।
লিংকডইনের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার টুলটির মাধ্যমে বার্তা লিখলে নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই ব্যবহারকারীদের বিস্তারিত তথ্য জানতে পারবেন। ফলে নিয়োগ পাওয়ার সম্ভাবনা তিন গুণ বেড়ে যাবে। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: বিজনেস ইনসাইডার
source : প্রথম আলো
বাবা হলেন রাম চরণ
***********************************************************************
আজ মঙ্গলবার সাত সকালেই সুখবর দিলেন দক্ষিণের জনপ্রিয় দম্পতি রাম চরণ আর উপাসনা। উপাসনার কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।
বলার অপেক্ষা রাখে না, এই দিনটার অপেক্ষায় ছিলেন রামচরণ আর উপাসনা। বিয়ের ১১ বছর পর তাঁরা মা–বাবা হলেন। এদিকে রাম চরণের বাবা দক্ষিণি মেগাস্টার চিরঞ্জীবী দাদা হলেন। তাই আজ কোনিডেলা পরিবারে বাঁধন হারা উচ্ছ্বাস।
গত বছর ডিসেম্বরেই রামচরণ আর উপাসনা জানিয়েছিলেন যে তাঁরা তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। আজ সকালে হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতালে উপাসনা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এর আগে হাসপাতাল থেকে রামচরণ আর উপাসনার এক ভিডিও প্রকাশ্যে এসেছিল। আর তার কয়েক ঘণ্টা পরই সুখবর শোনালেন এই তারকা দম্পতি।
তাঁদের মা–বাবা হওয়ার খবর হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতাল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে।
হাসপাতালটি এক মেডিকেল বুলেটিন শেয়ার করে লিখেছে, ‘২০ জুন ২০২৩-এ হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপেলো হাসপাতালে শ্রীমতী উপাসনা কামিনেনী কোনিডেলা আর রামচরণের এক সন্তান এসেছে। শিশু আর মা সুস্থ আছেন’।
রাম চরণ আর উপাসনার হাসপাতালে আসার নানা ভিডিও আর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেয়ে গিয়েছিল। আর তার পর থেকে ভক্তরা সুখবরের অপেক্ষায় ছিলেন। এই বছরের শুরুর দিকে ‘মাতৃদিবস’ উপলক্ষে উপাসনা ১১ বছর পর তাঁর মা হতে যাওয়ার অনুভূতির কথা এক আবেগঘন পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্ত করেছিলেন।
মাগাধিরা’ ছবির জন্য দারুণ জনপ্রিয় ভারতের দক্ষিণের অভিনেতা রাম চরণ। রাম চরণের স্ত্রী উপাসনা ভারতের নামকরা অ্যাপোলো চ্যারিটির ভাইস চেয়ারম্যান ও ‘বি পজিটিভ’ ম্যাগাজিনের প্রধান সম্পাদক।
source : প্রথম আলো
তিন দিনেই ৪৫০ কোটি টাকা ব্যবসা
***********************************************************************
রামায়ণ অবলম্বনে সিনেমা। তাই বিতর্ক যে হবে, অনেকেই তা পূর্বানুমান করেছিলেন। তবে সেটা যে এতটা প্রবল হবে, নেপাল ছবিটিকে নিষিদ্ধ করবে, এত সব কে ভেবেছিলেন? ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে, এমন অভিযোগের বাইরে বেশির ভাগ সমালোচক বলছেন, শিল্পমানের দিক থেকেও উত্তীর্ণ হতে পারেনি ‘আদিপুরুষ’। তবে সমালোচনা, বিতর্কের মধ্যেই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় লক্ষণীয়। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ৩৪০ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে ‘আদিপুরুষ’। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫০ কোটি টাকা।
ছবিটি দেখতে যে দর্শক ভিড় করছেন, এটিকেই ঢাল হিসেবে ধরেছেন নির্মাতা ওম রাউত। তবে সমালোচকেরা বলছেন, ব্যবসায়িক সাফল্য পেলেই সব ঠিক আছে, এমনটা মনে করার কারণ নেই।
‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের শুরু অবশ্য অনেক আগে, ছবিটির প্রথম টিজার মুক্তির পর। সেটার কারণ ছিল ভিন্ন, টিজারে ছবির কারিগরি বিষয়গুলো অনেক ভক্তের পছন্দ হয়নি।
সেটা এতটাই তীব্র ছিল যে নির্মাতারা পরে যতটা সম্ভব শুধরে নিয়ে নতুন টিজার মুক্তি দিতে বাধ্য হন।
১৬ জুন মুক্তির পরপরই নতুন করে আইনি ঝামেলায় জড়ায় সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন হিন্দু সেনা সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত। অভিযোগে বলা হয়, সিনেমায় বিভিন্ন স্থানে দেবতাদের ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর আগে পোস্টার প্রকাশ্যে আসার পরও একই অভিযোগ এনেছিলেন মুম্বাইয়ের বাসিন্দা সঞ্জয় দীননাথ তিওয়ারি। এ ছাড়া অনেকে হনুমানের ভাষার ব্যবহার নিয়েও আপত্তি তোলেন।
নেপালেও এবার ছড়িয়ে পড়েছে ‘আদিপুরুষ-বিতর্ক’। বিবাদ থামাতে নেপালে শুধু ‘আদিপুরুষ’ নয়, সব হিন্দি ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা করেছে।
কাঠমান্ডুর মেয়র বালেন শাহ টুইটারে জানিয়েছেন, ‘“আদিপুরুষ” থেকে আপত্তিজনক সংলাপ এখনো সরানো হয়নি। তিন দিন আগেই “সীতা মাতা ভারতের কন্যা” সংলাপটি সরাতে বলেছিলাম। এই সংলাপ না সরিয়ে ছবিটি প্রদর্শন করলে আমাদের রাষ্ট্র আর সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হবে।’ সব বিবাদের শিকড় হলো ছবিতে দেবী সীতাকে ভারতীয় কন্যা বলা হয়েছে। নেপালি সেন্সর বোর্ড এ বিষয়ে আগেই আপত্তি তুলেছিল। তাদের দাবি যে দেবী সীতার জন্ম ভারতে নয়, নেপালের জনকপুরে। এই বিবাদের পর নেপালি সেন্সর বোর্ড দেবী সীতার জন্ম ‘ভারতে’ শব্দটি মিউট করে চালানোর অনুমতি দিয়েছিল।
ছবির সংলাপ লেখক মনোজ মুনতাসীর শুক্লা টুইট করে জানিয়েছিলেন, এই ছবির বিতর্কিত সব সংলাপ বদল করে এই সপ্তাহে ছবির সঙ্গে যুক্ত করা হবে নতুন সংলাপ।
গতকাল ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাই পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন মনোজ মুনতাসির। ছবিটি নিয়ে ক্ষোভ আর বিতর্ক যে তাঁর শঙ্কার কারণ, তা বলার অপেক্ষা রাখে না। তবে ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেলেও ছবির প্রধান তিন অভিনয়শিল্পী প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান এখনো মুখ খোলেননি।
source : প্রথম আলো