নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো
বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয়
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়।
#omarfarukrakib
নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো
বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয়
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়।
#omarfarukrakib
একসময় যার হৃদয়ে থাকতাম!
এখন তার ব্লকলিস্টে।
#omarfarukrakib
অবহেলা বোঝার জন্য
ভাষার প্রয়োজন হয়না
ব্যবহারই যথেষ্ট।
#omarfarukrakib
আমি সেই পাখি যার বাসা নেই,
আমি সেই আকাশ যার বুকে চাদঁ নেই,
আমি সেই সাগর যার তীরে পানি নেই,
আমি সেই মানুষ যার একটা মন আছে,
কিন্তু বোঝার মত কেউ নেই।
#omarfarukrakib
যদি পারিস ক্ষমা করিস ভুল বুঝিস না
দূর থেকে ভালোবাসবো কাছে যাবো না
এই জীবনে হয়তো তুই আমার হবি না
যতই দূরে থাকিস না কেন ভুলে যাবিনা।
#omarfarukrakib
মাঝরাতের বোবা কান্না আর,
চোখের জল কখনো মিথ্যা হয় না।
#omarfarukrakib
এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা,
তবুও এক চোখের কিছু হলে আরেক চোখ,
অশ্রূ না ঝড়িয়ে পারে না।
#omarfarukrakib
অশ্রু
সত্য ভালোবাসার শেষ উপহার।
#omarfarukrakib
ভালবাসা বদলায় না
বদলে যায় মানুষ গুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময় গুলো ।
#omarfarukrakib
ঝরা পাতার বুকের কথা, কে জানতে চায়?
গাছের নিচে পরে থেকে নষ্ট হয়ে যায়,
মনের কথা মনেই থাকে, কষ্ট হয় খুব,
চোখের জল অঝোরে ঝরে, তবু থাকি চুপ।
#omarfarukrakib