মানসিক ওয়ার্ডে এক রোগী বেডের রেলিং ধরে বসে আছে তো আছেই। অনেক চেষ্টা করার পরও নার্সরা তাকে সরাতে পারলেন না। রাউন্ডের সময় ডাক্তার বললেন—
ডাক্তার: আপনি এভাবে বসে আছেন কেন?
রোগী: আমি তো ড্রাইভার! তাই গাড়িতে বসে আছি।
ডাক্তার: তাই নাকি? তাহলে গাড়ি চালান না কেন?
রোগী: আরে পাগল, সামনে অ্যাকসিডেন্ট হয়েছে। গাড়ি চালাইলেই আগুন দেবে!
চিকিৎসক: আপনার তো জমজ বাচ্চা হয়েছে।
নারী: এর আগেও আমার দুইবার জমজ বাচ্চা হয়েছে।
চিকিৎসক: বলেন কি?
নারী: হবেই তো। বাচ্চা পেটে নিয়ে চ্যালেঞ্জ-২, আশিকি-২, দাবাং-২, জান্নাত-২, পাগলু-২ ফিল্ম দেখছি না, তাই।
চিকিৎসক: ভাগ্যিস, আপনি বাচ্চা পেটে নিয়া খোকা ৪২০ ফিল্মটা দেখেন নাই।
@
Mayshi Farjana
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?