ফাইভ স্টার হোটেলের বলরুমে মডার্ন আর্ট এক্সিবিশন’ নামের শিল্পকর্ম প্রদর্শনীতে গেছে সেন্টু। একটি ফ্রেমের সামনে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল।
সেন্টু: তাহলে এটাই আপনাদের মডার্ন আর্টের নমুনা? এ রকম মানুষ আছে নাকি? কোথা থেইকা আঁকেন এমন ছবি?
শিল্পী: জ্বী না, জনাব। আপনি হোটেলের একটি চমৎকার আয়নার ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছেন এখন।