৭১২ পদে জনবল নেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
রাজস্বখাতে ২১ ধরনের পদে ৭১২ জন নিয়োগ দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২৪ জানুয়ারি ২০২২ বাংলাদেশ প্রতিদিনের ৭ নম্বর পৃষ্ঠায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি ২০২২ বিকাল ৫টার মধ্যে।
পদের ধরন/ক্যাটাগরি : ২১টি
মোট পদের সংখ্যা : ৭১২টি
অনলাইনে আবেদনের লিংক : http://bbs.teletalk.com.bd
আবেদনের শেষ সময় : ১০ ফেব্রুয়ারি ২০২২ বিকাল ৫টা।
কোন পদে কত জন : সিনিয়র নক্সাবিদ (১ জন), কম্পিউটার অপারেটর (৪), পরিসংখ্যান সহকারী (১০২), জুনিয়র পরিসংখ্যান সহকারী (৪১৬), নক্সাবিদ (১), ইনুমারেটর (৭), এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট (১০), হিসাবরক্ষক (২), ক্যাশিয়ার (৫), ক্যাশিয়ার কাম ইউডিএ (১), সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১০), জুনিয়র নক্সাবিদ (১), ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (৪৩), ডুয়েল ডাটা অপারেটর (৩), কম্পিউটার মুদ্রাক্ষরিক (৮), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১১), গাড়িচালক (৫), মেশিনম্যান (১), চেইনম্যান (৫৮), অফিস সহায়ক (২৩) ও লোডার (২)।
আবেদন ফি : ১ থেকে ১৭ ক্রমিকের পদের ফি ১১২ টাকা (চার্জসহ) এবং ১৮ থেকে ২১ ক্রমিকের পদের ফি ৫৬ টাকা (চার্জসহ)।
দরকারি তথ্য পাওয়া যাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে : http://bbs.gov.bd
Device: Samsung M21
Edited with: Snapseed, Lightroom
Wanna learn?
Knock me
#imageediting
#rakibulhasankanon
#bangladesh
Tajendra Tripura
Delete Comment
Are you sure that you want to delete this comment ?