শীতের রাজত্ব চলছে সৈরতান্ত্রিক ভাবেই। দিনমজুরদের রুটি রুজির জন্য শীতের সংগে চলছে জীবন মরন লড়াই। অমিক্রন, কোভিড তাদের নিকট যতটুকু না ভয়ংকর তার চেয়ে পরিবারের মুখে আহার যোগানই বড় চ্যালেনঞ্জ। আসুন না সবাই, নিজ নিজ সামর্থ অনুযায়ী ছিন্নমুল মানুষ সহ গরীব দুখীদের পাশে দাঁড়াই।