সময় সূত্র
সময়টা বুঝতে পারলেই আপনি সচ্ছল জীবন পার করতে পারবেন। যদি প্রশ্ন আসে কেমন?
ধরুন, আপনার একটি বাজে নেশা আছে। যা আপনি দিনের পর দিন গোপন করে আসছেন, যেখানে যা প্রয়োজন। আচ্ছা, উদাহরণ দিয়েই বলি। এই ধরেন হতে পারে গাজা। যা সমাজের লোক জানলে, বংশের সম্মান হারাবে। এই প্রেশারটা আপনি বাসায় নিতে পারবেন না। কিন্তু গাজাটাও খাইতেই হয়। তাই গভীর রাতে ছাদে গিয়ে জয়েন্ট অর্ধেক টেনে বিরহ আর অপরাধী স্বীকার করে, এটা ভেবে বিছানায় এসে শুয়ে পড়বেন সিদ্ধান্ত নিয়েছেন। তাই অতো ধৈর্য নেই যে আধা জয়েন্ট লুকিয়ে রাখবেন সেটা নিয়ে ভাব্বার। তাই যদি কনফিডেন্ট থাকেন, পরিবারের কেউ, কখন আপনার রুমে আসতে পারে। তাহলে বিছানার পাশে সিগারেটের প্যাকেটটায় ভরে রেখে দিতে পারেন। সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠে সেটা সকালে টেনে রেগুলার এক্টিভিটি শুরু করতে পারেন। এতে ভাল ছেলেটার যত্নের কমতি হবেনা।
তবে সময়টা বুঝতে পারতে হবে। আর এটা অবজারভেশনে বাড়ে।
বিঃদ্রঃ চোরের দশদিন গৃহস্থের একদিন, কে বলেছিল?
#সৃষ্টি
#premdevota
#meghporifilmbd
#perspective
#তারপর