পরিচালক: কী চাইছেন, শিল্পী হবেন? আচ্ছা, পাট-টাট করেছেন কখনো?
অভিনেতা: কী যে বলেন স্যার। খেসারি, মসুর, মুগ, কলাই থেকে আরম্ভ করে কুমড়া অবধি ফলিয়েছি। পাট তো তুচ্ছ।
পরিচালক: আমি কি জমির পাটের কথা বলেছি। অ্যাকটিন-ট্যাকটিন জানা আছে?
অভিনেতা: কী বলছেন স্যার, টিন টিন পানি তুলেছি জমিতে।
পরিচালক: ভারি মুশকিল তো, কখনো প্লে-টেলেতে নেমেছেন?
অভিনেতা: না স্যার, পিলে-লিভার আমার কস্মিনকালেও নামাতে হয়নি।
পরিচালক: আচ্ছা আসুন।
অভিনেতা: তাহলে চান্স আমার হবে, কী বলেন স্যার?