গল্পঃ আমি ফুলি
-----------------------------------
ছোটবেলায় থেকেই আমার খুব শখ ছিলো জ্বিন দেখার। ছোট বেলা দাদুর কাছে অনেক জ্বিন ভূতের গল্প শুনেছি তবে আমি কখনো এদের বাস্তব অস্তিত্ব দেখতে পাইনি।
তাই কৌতুহল বশত জ্বীন, ভূত দেখার জন্য আমার এবারের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া।
২০০৬ সাল। আমি সবেমাত্র এইচ এস সি পরীক্ষা দিয়েছি। দীর্ঘ দিন ছুটি কাটাতে আমি দাদু বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রওনা হলাম।
আমার দাদুুর বাড়িটা হচ্ছে বেগমগঞ্জ উপজেলার একটা ছোট্ট গ্রামে।
https://www.lovestorybd.xyz/20....22/10/blog-post_6.ht