Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #best #xembongda #seo
    Recherche Avancée
  • S'identifier
  • Enregistrez

  • Mode jour
  • © 2026 Linkeei
    Sur • Annuaire • Contactez nous • Développeurs • politique de confidentialité • Conditions d'utilisation • Rembourser • Linkeei App install

    Sélectionner Langue

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Montre

Montre Bobines Films

Événements

Parcourir les événements Mes événements

Blog

Browse articles

Marché

Derniers produits

Pages

Mes Pages Pages aimées

Plus

Forum Explorer Messages populaires Jeux Emplois Des offres
Bobines Montre Événements Marché Blog Mes Pages Voir tout

Découvrir des postes

Posts

Utilisateurs

Pages

Groupe

Blog

Marché

Événements

Jeux

Forum

Films

Emplois

Riaz Ahamad
Riaz Ahamad  
3 ans

https://www.facebook.com/reel/....980200102976350?mibe

Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

এবার জিমেইলে যোগ হচ্ছে নীল টিক
***********************************************************************
এবার গুগলের ই–মেইল সেবায় যুক্ত হতে যাচ্ছে নীল টিক। পরিচয় শনাক্তকরণের অংশ হিসেবে ই–মেইল প্রেরকের নামের পাশে এই নীল টিক চিহ্ন দেখাবে প্রতিষ্ঠানটি। এক ব্লগে গুগল জানিয়েছে, এ সুবিধা কোনো ই–মেইলের উৎস বৈধ, নাকি স্ক্যামাররা পাঠিয়েছেন, তা শনাক্তে ব্যবহারকারীকে সাহায্য করবে।

প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইলে শনাক্তকরণ সুবিধা নীল টিক চিহ্ন চালু হবে। শনাক্তকরণের নতুন এ সুবিধা জিমেইলে বর্তমানে থাকা ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশনের (বিআইএমআই) ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিআইএমআই সুবিধায় গৃহীত ই–মেইলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড লোগো প্রদর্শনের সুযোগ থাকে। ফলে প্রাপকেরা এ সুবিধায় ই–মেইল ঠিকানার পাশে লোগো দেখে বার্তার বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন। যেসব প্রতিষ্ঠানের বিআইএমআই সুবিধা চালু রয়েছে, তারা স্বয়ংক্রিয়ভাবেই নীল টিক চিহ্ন পাবেন।

জিমেইলের নীল টিকের ওপর মাউস রাখলে সেখানে শনাক্তকরণ সম্পর্কে একটি বার্তা প্রদর্শিত হবে। এ বার্তায় ‘ই–মেইল প্রেরককে যাচাই করা হয়েছে’—নিয়ে এখন প্রযুক্তি জগতে টুইটার বেশ আলোচনার সৃষ্টি করেছে। তবে টিন্ডার, পিনটারেস্ট থেকে শুরু করে ইউটিউব সব প্রতিষ্ঠানেরই এ ধরনের শনাক্তকরণ সুবিধা চালু রয়েছে। এমনকি সম্প্রতি মেটা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ শনাক্তকরণ সুবিধা বিক্রির পরীক্ষামূলক কার্যক্রমও পরিচালনা করছে।

সূত্র: দি ভার্জ

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

পাসওয়ার্ডের বদলে পাসকি দিয়েও ঢোকা যাবে গুগল অ্যাকাউন্টে
***********************************************************************
সারা বিশ্বে গুগল অ্যাকাউন্টে প্রচলিত পাসওয়ার্ডের বদলে ‘পাসকি’ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গুগল, অ্যাপল, মাইক্রোসফট ও এফআইডিও জোটভুক্ত প্রতিষ্ঠানের যন্ত্র, অপারেটিং সিস্টেম ও ব্রাউজারে পাসওয়ার্ড ছাড়া লগইন চালুর জন্য ‘পাসকি’ নিয়ে একটি অংশীদারত্ব চুক্তি করেছিল। এ চুক্তির প্রায় এক বছর পর গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়া লগইন সুবিধা চালুর ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

বহুস্তরের বা মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন ও পাসওয়ার্ড ম্যানেজারের সাহায্যে প্রচলিত পাসওয়ার্ড দিয়ে লগইনের প্রক্রিয়া নিরাপত্তা সুবিধা দিলেও অনেক সময় এটি ঝামেলাপূর্ণ। কারণ, এসএমএসের মাধ্যমে অনেক সময় অথেনটিকেশন সংকেত পাওয়া সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ হয়।

পাসকি পদ্ধতিতে ব্যবহারকারীর শনাক্তকরণ, যেমন আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন মূলত ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে সংযুক্ত থাকে। ক্রিপ্টোগ্রাফিক পাসকি ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে খাপ খাওয়ানো (সিনক্রোনাইজ করা) যায়। ফলে আঙুলের ছাপ বা স্ক্রিন লক পিন ব্যবহার করে যন্ত্র আনলক এবং ওয়েবসাইট ও অ্যাপে সাইনইন করা যায়। এ পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা, এর সাহায্যে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। এর ফলে দূর থেকে হ্যাকাররা অ্যাকাউন্টের দখল নিতে পারেন না।

গুগল, অ্যাপল ও মাইক্রোসফটে ইতিমধ্যেই এফআইডিওর পাসওয়ার্ডহীন সাইনইন প্রক্রিয়া চালু রয়েছে। তবে এ পদ্ধতিতে প্রথমে প্রতিটি যন্ত্রে সাইনইন করার পর ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হয়।

কয়েক বছর ধরে গুগল, অ্যাপল ও মাইক্রোসফট পাসকি চালুর জন্য কাজ করে আসছে। গত সেপ্টেম্বরে আইওএস অপারেটিং সিস্টেমে পাসকি পদ্ধতি চালু করে অ্যাপল। ফলে আইফোন দিয়েই ব্যবহারকারীরা পাসকির সাহায্যে ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করতে পারেন।

এখন থেকে গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও পাসকি ব্যবহার করতে পারবেন। গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে পাসকি সক্রিয় করতে পারবেন ব্যবহারকারীরা। তবে এটি ব্যবহারকারীদের জন্য আবশ্যিক কোনো সুবিধা নয়।

সূত্র: টেকক্রাঞ্চ

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

দেশের বাজারে নতুন দুই ফাইভ-জি স্মার্টফোন
***********************************************************************
বাংলাদেশে ফাইভ–জি প্রযুক্তিসুবিধার নতুন দুই স্মার্টফোন এনেছে স্যামসাং। ‘গ্যালাক্সি এ৩৪ ফাইভ–জি’ এবং ‘গ্যালাক্সি এ৫৪ ফাইভ–জি’ মডেলের ফোন দুটিতে শক্তিশালী ক্যামেরা থাকায় দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ভালো মানের ছবিও তোলা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা গ্যালাক্সি এ৩৪ ফাইভ–জি মডেলের ফোনটির পর্দার আকার ৬.৬ ইঞ্চি। সুপার অ্যামোলেড সুবিধার এ পর্দার রিফ্রেশ রেট ১২০। ফলে স্বচ্ছন্দে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলা যায়। ফোনটির পেছনে ৪৮, ৮ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। তিনটি রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি এ৫৪ ফাইভ–জি মডেলের ফোনটিতে রয়েছে ১২০ রিফ্রেশ রেট–সুবিধার ৬.৪ ইঞ্চি এফএইচডি পর্দা। ফলে স্বচ্ছন্দে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলা যায়। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। শক্তিশালী ক্যামেরার পাশাপাশি ফোনটিতে ‘নাইটোগ্রাফি’ প্রযুক্তি থাকায় কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি চারটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৯৯৯ টাকা।

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেস বিভাগের প্রধান মো. মূয়ীদুর রহমান জানিয়েছেন, গ্যালাক্সি এ৩৪ ফাইভ–জি এবং গ্যালাক্সি এ৫৪ ফাইভ–জি মডেলের ফোন দুটিতে ফাইভ–জি সুবিধার পাশাপাশি সেরা মানের ক্যামেরা রয়েছে। আকর্ষণীয় নকশার ফোন দুটি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

গুগল ফটোজে নতুন সুবিধা
***********************************************************************
গুগল ফটোজে ছবি খোঁজার (সার্চ) সুবিধা ব্যবহারকারীদের জন্য বেশ উপকারী। তবে সুবিধাটি ব্যবহারকারীর কাছে এখনো প্রায় গুরুত্বহীন রয়ে গেছে। খুব সাধারণভাবে অনুসন্ধানের মাধ্যমে ব্যবহারকারী পছন্দসই ছবি খুঁজতে পারেন এবং এ জন্য তাঁকে কোনো বস্তু, ব্যক্তিকে ট্যাগ করতে হয় না। এখন এই ছবি অনুসন্ধান সুবিধাকে আরও শক্তিশালী করছে গুগল।

নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, ফটোজের জন্য গুগল ‘আরও শক্তিশালী’ সার্চ সুবিধা পরীক্ষা করছে। ফটোজের ওয়েব সংস্করণে ব্যবহারকারীরা ইতিমধ্যে ‘ট্রাই আ মোর পাওয়ারফুল সার্চ’ লেখা নোটিশ দেখতে পাচ্ছেন। আপাতত অ্যান্ড্রয়েডের জন্য এই সুবিধা পাওয়া যাবে না।

মূলত কোনো বস্তু বা স্থানের জন্য একটি শনাক্তকরণ চিহ্ন দেওয়া যাবে। গুগল অ্যাসিস্ট্যান্ট যেমন করতে পারে, তেমনি শনাক্তকরণ চিহ্নও কাজ করবে। এ ছাড়া কোনো ছবিতে কাউকে ট্যাগ করা হলে নির্দিষ্ট স্থানে ওই ছবি অনুসন্ধান করা যাবে। আর অনুসন্ধানে তারিখ থেকে বাছাইয়ের পরিবর্তে সবচেয়ে প্রাসঙ্গিক ছবিগুলো পাওয়া যাবে।

গুগলের একজন মুখপাত্র বলেছেন, মানুষকে তাঁদের ছবি ও ভিডিও খুঁজে পেতে এবং স্মৃতিকে সতেজ করতে সহায়তার জন্য প্রতিষ্ঠানটি সর্বদা নতুন উপায় পরীক্ষা করে। আর এই পরীক্ষা ব্যবহারকারীকে তাঁদের প্রয়োজনীয় ছবি বা ভিডিও জটিল প্রক্রিয়ার অনুসন্ধানেও সহজে খুঁজে পেতে সাহায্য করে।

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

মেসেঞ্জারে আদান-প্রদান করা ছবি, ভিডিও ও লিংক মুছে যাওয়ার অভিযোগ
***********************************************************************
মেসেঞ্জারে বন্ধু বা পরিচিতদের বার্তা পাঠানোর পাশাপাশি ছবি, ভিডিও ও প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক আদান-প্রদান করেন অনেকে। মেসেঞ্জারে আদান-প্রদান করা সব তথ্য চ্যাট অপশনে সংরক্ষিত থাকায় পরবর্তী সময়ে সেগুলো চাইলেই ব্যবহার করা যায়। কিন্তু দেশ-বিদেশের বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, গতকাল থেকে মেসেঞ্জারের চ্যাট অপশনে পুরোনো কোনো ছবি, ভিডিও ও লিংক দেখা যাচ্ছে না। অর্থাৎ, হঠাৎ মেসেঞ্জারে আদান-প্রদান করা ছবি, ভিডিও ও লিংক মুছে গেছে।

ব্যবহারকারীদের অনেকেই তাঁদের সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে হতাশার কথা বলেছেন। তবে ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটা। অনলাইন সেবা বিঘ্নের বিষয় নজরদারি করার সাইট ডাউন ডিটেক্টর ডটকমের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার থেকেই এ ধরনের অভিযোগ করেছেন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল যশরাজ ফিল্মস
***********************************************************************
বাংলাদেশে শাহরুখ-ভক্তদের অনেকে দেশের প্রেক্ষাগৃহে বসে ‘পাঠান’ ছবি দেখতে চেয়েছিলেন। অপেক্ষায় ছিলেন বাংলাদেশে এই স্পাই থ্রিলারধর্মী ছবিটির মুক্তির। এ ব্যাপারে এক শাহরুখ-প্রেমী সরাসরি ‘কিং খান’কে টুইটারে জিজ্ঞেস করেছিলেন, বাংলাদেশে ‘পাঠান’ কবে মুক্তি পাবে? প্রশ্নের জবাবে শাহরুখ জানিয়েছিলেন, শিগগিরই তাঁর সিনেমা বাংলাদেশের পর্দায় আসতে চলেছে। এর মধ্যে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাওয়া না পাওয়া নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে বলিউড তারকা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খুব বেশি হিন্দি সিনেমা মুক্তি পায়নি। বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বিতরণের সহসভাপতি নেলসন ডি’সুজা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। যশরাজ ফিল্মস প্রথম আলোকে এক বিবৃতিতে জানিয়েছে, ১২ মে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পেতে চলেছে।

এই বিবৃতিতে নেলসন ডি’সুজার বক্তব্য উল্লেখ আছে। তিনি ‘পাঠান’ মুক্তি প্রসঙ্গে জানিয়েছেন, ‘সিনেমা এমন এক শক্তি, যা রাষ্ট্র, জাতি, সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করতে পারে। যেকোনো সীমা পার করতে পারে, আর মানুষকে প্রভাবিত করে তাদের একসূত্রে গাঁথার মতো ভূমিকা পালন করে। আমরা অত্যন্ত রোমাঞ্চিত যে সারা দুনিয়ায় ঐতিহাসিক বাণিজ্যিক সাফল্য পাওয়া ছবি “পাঠান” এবার বাংলাদেশের দর্শকদের বিনোদন দেওয়ার সুযোগ পাবে।’

বিবৃতিতে আরও দাবি বলা হয়, ‘আমরা দীর্ঘ সময় ধরে শুনে এসেছি, বাংলাদেশে শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা অভাবনীয়। বাংলাদেশে মুক্তির জন্য ওয়াইআরএফের এই স্পাই ইউনিভার্স ছবিটি একদম যথাযথ। এ ছবিটি ভারতীয় সংস্কৃতি ও সিনেমাকে গৌরবের সঙ্গে প্রতিনিধিত্ব করবে।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিটিতে শাহরুখ খান ছাড়া দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ আরও অনেকে আছেন। হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে আয়কারী ছবি এটি। দুনিয়াজুড়ে এই স্পাই থ্রিলারধর্মী ছবিটি আয় করেছিল ১ হাজার ৫০ কোটি রুপি। যশরাজের স্পাই ইউনিভার্সে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার ছবি আছে।

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

রবীন্দ্রসংগীত উৎসবে সম্মাননা পাচ্ছেন এনামুল কবীর ও লিলি ইসলাম
***********************************************************************
‘করিস নে লাজ, করিস নে ভয়,/ আপনাকে তুই করে নে জয়’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। বরাবরের মতো এবারও থাকছে গুণীজন সম্মাননা। এবারের উৎসবে দুই গুণীজনকে বিশেষ সম্মাননা দেবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এবার সম্মাননা পাচ্ছেন গিটারশিল্পী এনামুল কবীর ও রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।

আজ শুক্রবার দুপুরে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উৎসব ও সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ। দেশের বাইরে থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ। সংস্থার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সবিস্তার তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও শিল্পী পীযূষ বড়ুয়া।

২৫ বৈশাখ (৮ মে) ১৬২তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ১২-১৩ মে অনুষ্ঠিত হবে দুই দিনের ‘চতুস্ত্রিংশ (৩৪তম) জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’।

উদ্বোধনী দিনে এ দুই গুণীর হাতে সম্মাননা তুলে দেবেন উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভাপতিত্ব করবেন সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ।

আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনের উৎসবে দেশের খ্যাতনামা বেশ কয়েকজন শিল্পী ছাড়াও সংস্থার শতাধিক শিল্পী দলীয় ও একক পরিবেশনায় অংশ নেবেন।

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Arsad Kan 01744543152
Arsad Kan 01744543152
3 ans

আমার ছেলে

Aimer
Commentaire
Partagez
Arsad Kan 01744543152
Arsad Kan 01744543152  Changé sa photo de profil
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Showing 12979 out of 21161
  • 12975
  • 12976
  • 12977
  • 12978
  • 12979
  • 12980
  • 12981
  • 12982
  • 12983
  • 12984
  • 12985
  • 12986
  • 12987
  • 12988
  • 12989
  • 12990
  • 12991
  • 12992
  • 12993
  • 12994

Modifier loffre

Ajouter un niveau








Sélectionnez une image
Supprimer votre niveau
Êtes-vous sûr de vouloir supprimer ce niveau?

Avis

Afin de vendre votre contenu et vos publications, commencez par créer quelques packages. Monétisation

Payer par portefeuille

Alerte de paiement

Vous êtes sur le point d'acheter les articles, voulez-vous continuer?

Demande à être remboursé