মিসেস লিলির চোখ কপালে উঠে গেল, যখন দেখলেন তার দশ বছরের শিশু মন্টু ‘সঠিক উপায়ে শিশু লালন পালন’ নামের একটি বই মনোযোগ দিয়ে পড়ছে। ছেলেকে ডেকে তিনি বললেন—
লিলি: মন্টু, কী করছিস ওখানে?
মন্টু: বই পড়ছি মা।
লিলি: এই বই তুই পড়ছিস কেন?
মন্টু: মা, আমি দেখতে চাচ্ছি আমাকে তোমরা ঠিকঠাক মতো লালন পালন করছো কি না!
সদ্য চাকরি হারিয়েছে এক যুবকের। বন্ধুর বাড়িতে এসে সে তার দুঃখের কথা জানাচ্ছিল—
বন্ধু: ফোরম্যান তোমাকে বরখাস্ত করল কেন?
যুবক: তুমি তো জানো, ফোরম্যানরা কী হয়? নিজেরা কাজ না করে দু’পকেটে হাত ঢুকিয়ে অন্যদের কাজ-কর্ম তদারকি করে।
বন্ধু: তা জানি। কিন্তু তিনি তোমাকে তাড়ালেন কেন?
যুবক: আর কেন, ঈর্ষায়। আসলে সব কর্মী আমাকেই ফোরম্যান ভেবে বসেছিল।