এক রাজা একদিন দেখতে চাইলেন
তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?
স্বামীর… নাকি
স্ত্রীর।
তিনি রাজ্যে ঘোষণা করলেন…
যার ঘরে বউ এর কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে।
আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া।
https://www.anuperona.com/funn....y-story-horse-or-app
একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে। হীরের যে মালিক তার রাতের ঘুম উড়ে যায়। ইঁদুর বধের জন্যে সে এক ইঁদুর শিকারীর খোঁজ করে তাকে সেই ইঁদুর মেরে হীরে উদ্ধার করার ঠিকে দেয়।
শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছোয় সে দেখে হাজারের ওপর ইঁদুর একে অন্যের সংগে গুঁতোগুঁতি করে বসে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে।
https://www.anuperona.com/stor....y-of-a-hunter-and-ra
রাসূল সাঃ যখন ফাতিমা রা কে কানে ফিস ফিস করে বললো যে তিনি অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিবেন তখন ফাতিমা রা কেঁদে উঠলেন। পরক্ষনেই তিনি যখন দ্বিতীয় বার কানে ফিস ফিস করে বললেন যে আমার পরে তুমিই প্রথম যে আমার কবরের সঙ্গী হবে। এবার ফাতিমা হেসে উঠলেন।
এই বিষয়টা আপনি বর্তমান যুগে কোনো বাবা মেয়ের সম্পর্কের সাথে তুলনা করতে পারবেন? বাবা যদি কোনো সন্তানকে বলে আমার মৃত্যুর পর তোমার মৃত্যু হবে, এই কথা শুনেই তো ওই ছেলে বা মেয়ে পাগল হয়ে যাবে। বর্তমান যুগে যারা সো কল্ড ইমোশনাল ইন্টেলিজেন্স শিখায়, তাদের আদৌ কোনো ধারণা আছে কি যে রাসূল সাঃ EQ তে লিজেন্ড ছিলেন?