https://www.prothomalo.com/ent....ertainment/dhallywoo
https://www.prothomalo.com/ent....ertainment/dhallywoo
https://www.prothomalo.com/ent....ertainment/entertain
https://www.prothomalo.com/ent....ertainment/song/joen
এক লোক সকাল সকাল ফেসবুক খুলে বসেছিল। তার এক নারী বন্ধু লুচি, আলুরদমের ছবি আপলোড করে লিখলেন, ‘এসো, সবাই ব্রেকফাস্ট করি।’
লোকটি কমেন্ট করলেন, ‘খুব ভালো টেস্ট ছিল, দারুণ লাগলো।’ লোকটির স্ত্রী এই কমেন্ট দেখে স্বামীকে আর টিফিন দিলেন না।
চার ঘণ্টা না খেতে দেয়ার পর স্ত্রী বললেন—
স্ত্রী: কই গো, শুনছো?
স্বামী: কী হয়েছে?
স্ত্রী: তুমি কি লাঞ্চ ঘরে করবে না কি ফেসবুকে?
প্রেমিক: ব্রেকআপের সম্ভাবনা কম থাকে কী করলে?
মনোবিজ্ঞানী: আপনার প্রেমিকার কাছ থেকে দ্রুত কিছু মোটা অঙ্কের টাকা ধার নিন! তাহলে ব্রেকআপের সম্ভাবনা কম থাকবে।
প্রেমিক: এবার বলুন, কোন তরুণীর স্যান্ডেল বেশিদিন টিকে?
মনোবিজ্ঞানী: স্কুটি চালানো তরুণীদের চেয়ে যারা স্কুটি চালায় না, তাদের স্যান্ডেল বেশিদিন টেকে!