১ম বন্ধু: দোস্ত, আমার বউটারে আর বিশ্বাস করা যাচ্ছে না। খালি মিথ্যা কথা কয়। কী যে করি!
২য় বন্ধু: কেন, কী হইছে দোস্ত?
১ম বন্ধু: আর কইস না। কাল রাতে আমি বাড়ি ছিলাম না। সকালে আইসা দেখি বউ ঘরে নাই। দুপুরে ফিরতেই জিগাইলাম, কই গেছিলা? কয় তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল।
২য় বন্ধু: হুম, তয় বিশ্বাস না করার কী হইল?
১ম বন্ধু: আরে, তার বোন তো রাতে আমার সাথে আছিল।
তুমি রোজ আমার পাশ কেটে যাও!
ছিপছিপে গড়নের শরীরে এতো তীব্র ঘ্রাণ ছড়াও?
আঁড়াল করে লোভার্ত ঠোঁটে,
ইশ! খুব সুন্দর লাগে।
মেয়ে তুই কি জানিস
তোর মত আমিও পুড়ি,
বলতে না পাড়ার আগুনে।
ও মেঘলা মেয়ে,
কালবৈশাখী ঝড়ে কবে আসবি?
কবে আসবি বুক ভেজাতে!
#সৃষ্টি
#premdevota
#scene
#loveatfirstshight