একটি স্বাধীন দেশ কত বড় নেয়ামত তা কেবল পরাধীন জাতি জানে। রোহিঙ্গা কিংবা উইঘুর মুসলিমদের জিজ্ঞেস করে দেখুন স্বাধীনতার মূল্য কী। এই স্বাধীনতাকে স্বার্থক করার দায়িত্ব রাজনীতিবিদদের এবং আমাদের সবার। স্বাধীন দেশের নাগরিকদের বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতায় যারা অন্তরায় সৃষ্টি করে, আল্লাহ তাদের সুমতি দিন। তাদের জুলুম থেকে আল্লাহ তাঁর বান্দাদের স্বাধীন করুন।
বলি : আমীন।
© আলি হাসান তৈয়ব (হাফি.)
আপনার সন্তানকে "অভাব" শেখান।
আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে "অভাব" শেখান। আপনি বাবা- এটিএম মেশিন না; আপনি মা- ঘষা দেয়া প্রদীপের দৈত্য না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে। যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার বাচ্চার "মানুষ" হওয়ার সম্ভাবনা খুবই কম।
সন্তানকে জীবনের মানে বুঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশী ভালোবাসা। কারন আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে। আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না। সব কিছু পাওয়ার দরকারও নাই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান।
তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে, দৌড়ায়, উড়ে। উদাহরণস্বরূপ তাকে অনুপম রয়ের গান শোনান- সব পেলে নষ্ট জীবন!
অভাবকে ভালোবাসতে হয়, তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভাল হয়।
Watch video and earn daily 100 Tk
https://tinyurl.com/yckn8ryx
ইস্তিগফারের ফজিলত
https://www.lovestorybangla.xy....z/2021/12/blog-post_
https://emdadulhoq.doodlekit.c....om/blog/entry/193001