বিজ্ঞরা বলেন, তিনটি বিষয় নিয়ে বেশী চিন্তা করবেন না:
(১) অভাব নিয়ে চিন্তা করবেন না। তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরী হবে।
(২) আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশী ভাববেন না। তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা-বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে।
(৩) দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবে না। তাহলে জীবন নষ্ট হয়ে যাবে, আজ নয় কাল নেক আমল করবো, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে।
(তানবীহুল গাফেলীন,
পৃঃ নংঃ ৭৫২)
আসুন জেনে নেই ডিএক্সএন কি। অনেক ভাই ও বোনেরা পোস্টগুলো পড়েন আর চিন্তা করেন,
DXN এ জয়েন করবো কিনা?
এই কোম্পানি আসলে প্রতারণা করবে কিনা?
এই কোম্পানি কতদিন থাকবে?
আরো অনেক প্রশ্ন মনে জাগে!!! তাই না?
হ্যাঁ এহুলো অনেকের প্রশ্ন।
আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো আশাকরি বিচার বিবেচনা করবেন।
প্রথমতঃ এই কোম্পানিতে জয়েনিং একবারে ফ্রি তাই জয়েন করতে সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু ফ্রি জয়েন তাই আপনি জয়েন করুন এবং DXN সম্পর্কে জানুন। ভালো লাগলে কাজ করবেন, না হয় করবেন না জয়েন করতেতো সমস্যা নেই। ফ্রি জয়েন করে কোম্পানিকে জানার অনুরোধ রইলো।
দ্বিতীয়তঃ এই কোম্পানি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ ২০২১ সালে ২০০ টি দেশে প্রায় ৫০০০ নিজস্ব অফিস নিয়ে সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে। এই ২৮ বছরে পৃথিবীর কোনো দেশেই এর খারাপ কোনো রেকর্ড নেই। নিজস্ব কোম্পানিতে মাশরুমের উন্নতমানের পণ্য তৈরি করে ডিরেক্ট সেলিং পদ্ধতিতে বিজনেস করছে। এই কোম্পানির সকল পণ্য উন্নতমানের যা মানুষের শরীরের জন্য অনেক উপকারী। যারাই পণ্য ব্যবহার করেছে তারাই সুনাম করেছে। এখানে উন্নতানের পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে উপার্জন করা হয় তাই কোম্পানি প্রতারণা করার সুয়োগ নেই। বাংলাদেশেও এর বয়স নেহায়েত কম নয়। বাংলাদেশে DXN এর বয়স ২০+ বছর। আর ধীরে ধীরে এগুতে এগুতে DXN আজ বিশ্বে ডিরেক্ট সেলিং বিজনেস এ ১৩ তম অবস্থান দখল করেছে
এটি যাচাই করার পরেও যদি মনে সংশয় থাকে তাহলে আমার কিছুই বলার নেই।
তৃতীয়তঃ এখানে ইনভেস্ট করার প্রয়োজন নেই তাই হারানোর কিছু নেই। এই কোম্পানি মাশরুমের দ্বারা উন্নতমানের প্রোডাক্ট তৈরি করে যা মানবদেহের জন্য উপকারী । যারা এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছে তারা উপকার পেয়েছে। তাই প্রয়োজনীয় প্রোডাক্ট নিজের জন্য ক্রয় করে অথবা ডিসট্রিবিউটর মূল্যে ক্রয় করে লাভে বিক্রয় করার মাধ্যমে আয় করতে পারেন। আপনি আপনার রেফারে কাউকে জয়েন করালে সে যত পণ্য ক্রয় করবে সেখানেও আপনি কমিশন পাবেন। সে যদি কাউকে জয়েন করায় সেখানেও আপনি বোনাস পাবেন৷ এভাবে আপনার নিচে যত মানুষ জয়েন করে পণ্য কিনবে সকল পণ্য থেকে আপনি বোনাস পাবেন। অথচ আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। প্রতিটা প্রোডাক্ট ক্রয় করাতে আপনি পাচ্ছেন PV এই PV যত বাড়াবে আপনার কমিশন তত বেশি হবে এবং আপনার স্ট্যাটাস বাড়তে থাকবে। আপনি যদি কাউকে আপনার স্পন্সরে জয়েন করাতে পারেন সে যত প্রোডাক্ট কিনবে তার থেকেও আপনি কমিশন ও PV দুটোই পাবেন।
চাইলে আপনি বিশ্বের যেকোন দেশ থেকে ফ্রি জয়েন্ট করে কাজ করতে পারেন। https://eworld.dxn2u.com/s/accreg/en/8220171184
এক উদ্ধত অহংকারীকে মহান আল্লাহ একদিনের ব্যবধানে কিভাবে লাঞ্চিত, অপমানিত করলেন তা সত্যিই বিস্ময়কর।
সে তার উদ্ধত জিহ্বার মাধ্যমেই আজ লাঞ্চিত।
সে অভিশপ্ত।
নারীজাতির প্রতি তার অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা আমাদের স্তম্ভিত করেছে।
আমি ভাবছি, কল রেকর্ডটা ঘুরতে ঘুরতে তার মা, মেয়ে, বোন ও স্ত্রীর কাছে পৌঁছলে বিষয়টি কি দাঁড়াতে পারে।
এদের কাছে নারীরা কেবলই পণ্য।
.
নারীরা বুঝুন। এদেরকে পরিত্যাগ করুন।
হে অহংকারী, সাবধান হও। এরপর তোমার পালা!
তুমিও মূহুর্তেই হয়তো ধরাশায়ী হতে পারো।
.
ইসলামের বিষোদগার করে কেউ কখনোই টিকে থাকতে পারে না।
এই শ্বাশ্বত সত্য সর্বদাই প্রমাণিত । তাই,
দায়িত্বশীলগণ, প্লিজ এদের আপনাদের আশপাশ থেকে হটিয়ে দিন।