বাংলাদেশ থেকে ফ্রজেন ইলিশ মাছের ভিতর এভাবে লোহার টুকরো ঢুকিয়ে ওজন বাড়িয়ে দেশের বাইরে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছে
ছবিটি তুলেছে নিউইয়র্কে অবস্থানরত আমেরিকা প্রবাসী Minakshi Roy
তিনি আক্ষেপ করে লিখেন,
কালকে একটা “ইলিশ মাছ” কিনলাম । ওনারা মেশিনের সাহায্যে ফ্রোজেন করা মাছটা কাটার পর ওনারা সহ আমরা সবাই দেখে অবাক। প্রথমে ভেবেছিলাম পাথর তারপর আজকে জলে ভিজনোর পর দেখি লোহা (মাছ ধরার জালের নিচের অংশের লোহার গাটি )। বাংলাদেশের ব্যবসায়ীরা কি পরিমান অসৎ হচ্ছে কল্পনার বাইরে। এতোদিন দেশের লোক ঠকাতো আর এখন বিদেশের প্রবাসীদের ঠকাচ্ছে। প্রবাসিদের এই ভাবে ঠকানোর ফল সেইদিন বুঝবে যেদিন কোনো বিদেশী এই মাছ কিনবে। বিদেশীরা complain করলে পুরো ইলিশের চালান আসা বন্ধো করে দিবে USA। তখন ব্যবসায়ীদেরও loss আর আমাদের প্রবাসিদেরও loss আমরা আর ইলিশ পাবো না।
লোভী, সুযোগসন্ধানী, অকৃতজ্ঞ বৈশিষ্ট্যগুলো ব্র্যান্ডিং এ পরিনত হয়েছে।
এর আগে দেখেছি চাল-এ পাথর, মশলায় ইটের গুঁড়া, চিংড়ির মাথায় জেল, গরুর মাংসে পানি পুশ, ফার্মের মুরগিতে ইনজেকশন, ফল-এ ফরমালিন, জুস-এ কুমড়ার রস
প্রতিটা সেক্টর দখল করে আছে লোভী লোকজন, ছোট থেকে বড়, গ্রাম্য থেকে শহর সবার ভিতর চিন্তা, আরেকজনকে ঠকিয়ে ধান্দা করার প্লান
একটা জাতি অশিক্ষিত হতে পারে, গরীব হতে পারে
কিন্তু এমন ছ্যাঁচড়া হবে কেন?
প্রত্যেকটা সেক্টরে! দেশটা এখনো টিকে আছে এটাই এক বিস্ময়।
বাংলাদেশ থেকে ফ্রজেন ইলিশ মাছের ভিতর এভাবে লোহার টুকরো ঢুকিয়ে ওজন বাড়িয়ে দেশের বাইরে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছে
ছবিটি তুলেছে নিউইয়র্কে অবস্থানরত আমেরিকা প্রবাসী Minakshi Roy
তিনি আক্ষেপ করে লিখেন,
কালকে একটা “ইলিশ মাছ” কিনলাম । ওনারা মেশিনের সাহায্যে ফ্রোজেন করা মাছটা কাটার পর ওনারা সহ আমরা সবাই দেখে অবাক। প্রথমে ভেবেছিলাম পাথর তারপর আজকে জলে ভিজনোর পর দেখি লোহা (মাছ ধরার জালের নিচের অংশের লোহার গাটি )। বাংলাদেশের ব্যবসায়ীরা কি পরিমান অসৎ হচ্ছে কল্পনার বাইরে। এতোদিন দেশের লোক ঠকাতো আর এখন বিদেশের প্রবাসীদের ঠকাচ্ছে। প্রবাসিদের এই ভাবে ঠকানোর ফল সেইদিন বুঝবে যেদিন কোনো বিদেশী এই মাছ কিনবে। বিদেশীরা complain করলে পুরো ইলিশের চালান আসা বন্ধো করে দিবে USA। তখন ব্যবসায়ীদেরও loss আর আমাদের প্রবাসিদেরও loss আমরা আর ইলিশ পাবো না।
লোভী, সুযোগসন্ধানী, অকৃতজ্ঞ বৈশিষ্ট্যগুলো ব্র্যান্ডিং এ পরিনত হয়েছে।
এর আগে দেখেছি চাল-এ পাথর, মশলায় ইটের গুঁড়া, চিংড়ির মাথায় জেল, গরুর মাংসে পানি পুশ, ফার্মের মুরগিতে ইনজেকশন, ফল-এ ফরমালিন, জুস-এ কুমড়ার রস
প্রতিটা সেক্টর দখল করে আছে লোভী লোকজন, ছোট থেকে বড়, গ্রাম্য থেকে শহর সবার ভিতর চিন্তা, আরেকজনকে ঠকিয়ে ধান্দা করার প্লান
একটা জাতি অশিক্ষিত হতে পারে, গরীব হতে পারে
কিন্তু এমন ছ্যাঁচড়া হবে কেন?
প্রত্যেকটা সেক্টরে! দেশটা এখনো টিকে আছে এটাই এক বিস্ময়।
ভালোবাসি প্রিয় । পর্ব - ০৫
---------------------------------------
এই যে, মিস লা*ল টমেটো খুব রুপের অহংকার তোমার তাই না। তুমি রনির গালে থা*প্প*ড় দিয়েছ। অবশ্য তোমার ঐ নরম হাতের থা*প্প*ড় খেয়ে ভালোই লেগেছে আমার। সেদিন বেঁ*চে গেছিলে এক বুড়োর জন্য আজ তোকে কে বাঁ*চা*তে আসবে? আজ তোর এমন অবস্থা করব যেন কু*কু*রে ও তোর দিকে ফিরে না তাকাই। তখন এই রনির কাছেই তোর আসতে হবে। আমার পায়ে পরতে হবে তোর।
https://www.lovestory-bd.com/2....022/11/blog-post_53.
ভালোবাসি প্রিয় । পর্ব - ০১
----------------------------------------------
আমার বিসিএস ক্যাডার বয়ফ্রেন্ড রেখে আমি কখনোই একজন আনকালচার,
গেঁ*য়ো, সামান্য আয়ের মাদ্রাসার শিক্ষক কে বিয়ে করতে পারব না বাবা।
আমার ফ্রেন্ড সার্কেল আমাকে নিয়ে হাসাহাসি করবে।
তুমি ভাবলে কি করে বাবা যে মেয়ে হাজার হাজার ছেলের ক্রাশ সে কি না বিয়ে করবে
একজন অশিক্ষিত , আনস্মার্ট ছেলেকে? কখনোই না।
https://www.lovestory-bd.com/2....022/11/blog-post_81.