Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #ai #best #seo
    Recherche Avancée
  • S'identifier
  • Enregistrez

  • Mode nuit
  • © 2026 Linkeei
    Sur • Annuaire • Contactez nous • Développeurs • politique de confidentialité • Conditions d'utilisation • Rembourser • Linkeei App install

    Sélectionner Langue

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Montre

Montre Bobines Films

Événements

Parcourir les événements Mes événements

Blog

Browse articles

Marché

Derniers produits

Pages

Mes Pages Pages aimées

Plus

Forum Explorer Messages populaires Jeux Emplois Des offres
Bobines Montre Événements Marché Blog Mes Pages Voir tout

Découvrir des postes

Posts

Utilisateurs

Pages

Groupe

Blog

Marché

Événements

Jeux

Forum

Films

Emplois

Magazine
Magazine
3 ans

নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন
***********************************************************************
চিত্রনাট্য নির্বাচনে ভীষণ খুঁতখুঁতে বলিউড তারকা কাজল। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘সালাম ভেঙ্কি’ সিনেমাও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এ সিনেমার চিত্রনাট্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না কাজলের, পছন্দই হয়েছিল। কিন্তু বিরল রোগে আক্রান্ত মৃত্যুপথযাত্রী এক ছেলের মায়ের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি।

শেষ পর্যন্ত নির্মাতা রেবতি তাঁকে রাজি করিয়েছিলেন। শুধু এটি নয়, শেষ কয়েকটি ছবিতে মায়ের চরিত্রে দেখা গেছে কাজলকে। জেনেবুঝেই কি তিনি এ ধরনের চরিত্র বেছে নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘আমি একটু বুঝেশুনে ছবি নির্বাচন করি। আর সব সময় ভালো চিত্রনাট্যের সন্ধানে থাকি। কিন্তু সেটা কপালে খুব কমই জোটে। এখন আমি কৌতুকধর্মী ছবির জন্য মুখিয়ে আছি। মানুষ হিসেবে আমি ভীষণই মজার। তাই কমেডি ছবিতে আমি ভালোই অভিনয় করব। চেষ্টায় আছি আমার আগামী ছবি যেন কমেডি হয়। কিন্তু আমার ভাগ্যে কমেডি ছবি জোটেই না।’

রোহিত শেঠি আর অজয় দেবগনের ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি দারুণভাবে হিট। তাই কাজলকে কি রোহিতের আগামী ছবিতে দেখা যাবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে কেন “গোলমাল” সিরিজে নেয় না, তা ওরাই বলতে পারবে। প্লিজ, রোহিত আর অজয়কে এ ব্যাপারে জিজ্ঞেস করুন (সশব্দ হেসে)।’

‘সালাম ভেঙ্কি’ ছবিতে কাজলকে সুজাতা নামের এক নারীর চরিত্রে দেখা গেছে। পর্দার চরিত্রের সঙ্গে ব্যক্তিগত জীবনে তিনি নিজের কতটা মিল খুঁজে পেয়েছেন? কাজল বলেন, ‘আমার সঙ্গে সুজাতার অনেকটাই মিল আছে। তবে সুজাতা যে দ্বন্দ্বের মধ্য দিয়ে গেছেন, তা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। সুজাতার মতো আমিও এক মা। সন্তানকে ঘিরে আমাদের অনুভূতি একই। নাইসা (কাজলের মেয়ে) আমার কোলে আসার পর আমার অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। তাকে নিয়েই আমার গোটা পৃথিবী ছিল। আমি নাইসাকে বুকের মধ্যে আগলে রাখতাম।’

চরিত্রটি করতে গিয়ে জীবনের প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার পাঠ পেয়েছেন কাজল। তিনি বলেন, ‘সুজাতা শিখিয়েছে, একজন মায়ের ভয় তার সন্তানকে কোনোভাবে যেন প্রভাবিত না করে। মায়ের ভয়ের কারণে সন্তানের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন ভেঙে চুরমার যেন না হয়।’

নাইসা জন্মানোর পর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন কাজল। এরপর ছেলে যুগের জন্ম হয়। এই বলিউড নায়িকা বলেন, ‘নাইসা আর যুগ আমার জীবনে আসার পর আমি পুরোপুরি তাদের দিকে নজর দিতে চেয়েছিলাম। তাই তখনকার মতো নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলি দিয়েছিলাম। আমার ওপর অজয় বা পরিবারের কোনো চাপ ছিল না। তবে আমার শাশুড়িমা আমাকে আবার কাজে ফেরার কথা প্রথম বলেছিলেন। আমি সব সময় সব ব্যাপারে পরিবারের সাপোর্ট পেয়েছি।’
দুই সন্তান নাইসা আর যুগের সঙ্গে সম্পর্কের রসায়ন প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি তাদের কখনো মা, কখনো বন্ধু হয়ে উঠি। সন্তানের যতই বন্ধু হয়ে উঠি না কেন, মা হওয়া খুব জরুরি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা, এমনকি তাঁদের সন্তানদের ট্রল করা যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে এখন। নাইসা হামেশাই ট্রলের শিকার হন। ট্রলের কথা উঠতেই কাজল বলেন, ‘ট্রলিং আমাকে নিশ্চয় প্রভাবিত করে। তবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সন্তানদের সঙ্গে হাসি, মজা করে সময় কাটাই। এ ছাড়া আমার সঙ্গী আমার বই। নিজেকে নানাভাবে ব্যস্ত রাখি।’

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

মেকআপ রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার: কে এই তুনিশা শর্মা
***********************************************************************
দিন পাঁচেক আগেও তুনিশা শর্মা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘জীবনের প্রতিটা মুহূর্তে খুশি থাকুন।’ সদা প্রাণচাঞ্চলে ভরপুর কুড়ি বছরের সেই মেয়ের মনেই যে ছাইচাপা আগুনের মতো বিষণ্নতা লুকিয়ে ছিল, তা কে জানত।
গতকাল শনিবার মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিংয়ের সেটের সাজঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তুনিশার কয়েকটি হাস্যোজ্জ্বল ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যেমে। তাঁর মৃত্যু কিছুতেই মানতে পারছেন না পরিবারের সদস্য থেকে সহশিল্পীরা।

মাত্র ১৪ বছর বয়সে ‘ভারত কা বীর পুত্র: মহারাণা প্রতাপ’ সিরিয়াল শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তুনিশা। পরে ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘গাব্বার পুঞ্চওয়ালা’, ‘শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিংহ’, ‘ইন্টারনেট ওয়ালা লাভ’-এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন তিনি।

২০১৬ সালে ‘ফিতুর’ সিনেমায় ক্যাটরিনা কাইফের কিশোরীবেলার চরিত্রে অভিনয় করে বলিউডে অভিষেক ঘটে তুনিশার; পরে ‘দাবাং ৩’, ‘বার বার দেখো’ সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তুনিশাকে। তবে সিনেমার চেয়ে সিরিয়ালেই তিনি বেশি জনপ্রিয়। এই সময়ে প্রচারের থাকা ‘আলি বাবা দুস্তানে কবুল’ সিরিয়ালে শেহজাদি মরিয়মের চরিত্রে দেখা যায় তুনিশাকে।

এর আগে নিজের বিষণ্নতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন তুনিশা। তিনি বলেন, ‘আমি খুব অল্প বয়স থেকে কাজ করছি। অল্প বয়সে বাবাকে হারিয়েছি। পরে আমার এক কাজিন ও দাদিকেও হারিয়েছি। আমি নিজের যত্ন নিতে ভুলে গেছি। সব সময় আমাকে একটা ভয় তাড়া করে বেড়ায়। আমার জীবনের রুটিন ভেঙে পড়ছিল, আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, আমি বিষণ্নতায় ভুগছি।’

২০০২ সালে চন্ডিগড়ে জন্ম নেওয়া তুনিশাকে পরিবারের সদস্যরা ‘তুনো’ বলে ডাকডেন, অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী ছিলেন তুনিশা। বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। তিনি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতেন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ভক্ত ছিলেন।

তুনিশাকে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগ তুলে করা মামলায় তাঁর সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। শেজানের সঙ্গে তুনিশার প্রেমের সম্পর্ক ছিল বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

তুনিশার পর আরও এক অভিনেত্রীর মৃত্যু
***********************************************************************
গতকাল শনিবার শুটিংয়ে মেকআপ কক্ষ থেকে ভারতীয় অভিনেত্রী তুনিশা শর্মার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এল আরেক অভিনেত্রীর মৃত্যুর খবর। এবার মারা গেলেন জ্যেষ্ঠ অভিনেত্রী রাজিতা কোচার। গত শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৭০ বছর বয়সী এই অভিনেত্রী ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন।

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন রাজিতা। এর আগে গত সেপ্টেম্বরে ব্রেন স্ট্রোক করেছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০ ডিসেম্বর হঠাৎ পেট ব্যথা শুরু হয় রাজিতার। সঙ্গে ছিল শ্বাসকষ্টের সমস্যাও। দেরি না করে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। এরপর ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হলে দেওয়া হয় ভেন্টিলেটরে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আস্তে আস্তে বিকল হতে শুরু করে রাজিতার শরীরের বিভিন্ন অঙ্গ। অতঃপর শুক্রবার রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজিতা কোচার ‘কাহানি ঘর ঘর কি’, ‘হাতিম’, ‘কবচ’, ‘তন্ত্র’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। সহকর্মীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন রাজিতা। সবাই তাঁকে ‘মা’ বলে ডাকতেন। সবাইকে আগলে রাখতেন এই অভিনেত্রী। তাঁর মৃত্যুতে বিনোদনজগতে নেমে এসেছে শোকের ছায়া।

শুধু ধারাবাহিকেই নয়, বলিউডে অভিনয় করেছেন রাজিতা। ‘পরওয়ানা’, ‘রজনীগন্ধা’, ‘মণি কর্ণিকা’ ও ‘পিয়া কা ঘর’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

৭ বছর প্রেম, ৬ বছর সংসার, অতঃপর বিচ্ছেদ
***********************************************************************
কয়েক দিন আগে ওয়েব সিরিজ ‘কাইজার’–এ অভিনয় করে আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী স্বাগতা। শুটিংয়ে ব্যস্ত আছেন ‘দেয়ালের দেশ’ নামের আরেকটি চলচ্চিত্রের। শিগগিরই শুরু করবেন ‘কাইজার’–এর সিকুয়েল। অভিনয়জীবনে দারুণ সময় পার করা স্বাগতা জানালেন বাস্তব জীবনের একটি দুঃসংবাদ—তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। ছয় বছরের সংসারজীবনে ইতি ঘটেছে। বিভিন্ন সূত্রে খবরটি জানা গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে স্বাগতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিই প্রথম আলোকে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন।

স্বাগতা জানালেন, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা। সাত বছরের প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়।

কথায়–কথায় স্বাগতা বললেন, ‘প্রতিটা সম্পর্কে কমবেশি জটিলতা থাকে। একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’

বিচ্ছেদের তো বছরখানেক হয়ে গেছে। নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন নাকি আবার, এমন প্রশ্নে স্বাগতা বললেন, ‘কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনো তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব। কাজ করছি, বেশি করে কাজে মনোযোগী হব। নিজেকে সময় দিচ্ছি। কাটুক না জীবন, জীবনের মতো।’

স্বাগতা কয়েক দিন আগে একটি রিয়েলিটি শোর উপস্থাপনা শেষ করেছেন। সম্প্রতি তাঁর অভিনীত ‘অসম্ভব’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী কিছুদিন মিশুক মুনীরের ‘দেয়ালের দেশ’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন।

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

গানের কেটকে কে চিনত
***********************************************************************
দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার। তাঁকে দেখা গেছে ‘অলমোস্ট ফেমাস’, ‘রাইজিং হেলেন’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমায়। অস্কারসহ মনোনয়ন পেয়েছেন বাফটা ও সেগ পুরস্কারেও। হচ্ছিল কেট হাডসনের কথা। তবে অভিনেত্রী যে অভিনয়ের সঙ্গে গানটাও ভালোই পারেন, তা কে জানত। কেট সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী বছর তিনি গানের অ্যালবাম প্রকাশ করবেন।

সাক্ষাৎকারে কেট হাডসন জানিয়েছেন, তিনি ১৯ বছর বয়স থেকেই গান লিখছেন। তবে এত দিন নিজের গানের প্রতিভার কথা গোপনই রেখেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার একটা আফসোসের জায়গা (গান)। আমার কোনো প্রত্যাশা নেই, কেবল রেকর্ডটি প্রকাশ করতে চাই। এটা নিয়ে আমি এখন কাজ করছি। তবে অ্যালবামটির জন্য আমার তর সইছে না, নিশ্চিতভাবেই এটা আমাকে গর্বিত করবে।’

কেট জানান, আগামী গ্রীষ্মে অ্যালবামটি মুক্তি পাবে। তিনি জানান, মূলত পরিবার সামলাতে গিয়েই নিজের গানের প্রতিভা প্রকাশে দেরি হয়েছে তাঁর। কেট বলেন, ‘তিন সন্তানের মা হওয়া সহজ নয়, একটু থিতু হওয়ার পরই গান নিয়ে কাজের সময় পেয়েছি। এ ছাড়া গান প্রকাশ নিয়ে ভয়েও ছিলাম। তবে মনের মধ্যে গানের একটা স্বপ্ন সব সময়ই ছিল। বরাবরই মনে হয়েছে, গানে গানে আমার কিছু বলার আছে।’
তবে গায়িকা এটিও জানান, পপ তারকা হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই, স্রেফ নিজের লেখা গান গাইতে চান।

সামনে অনেক দিন পর বড় পরিসরে নির্মিত সিনেমায় দেখা গেছে কেট হাডসনকে। ২৩ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘গ্লাস অনিয়ন: আ নাইভ আউট মিস্ট্রি’তে। বহুল প্রতীক্ষিত এই রহস্য ঘরানার ছবিটিতে আরও আছেন ড্যানিয়েল ক্রেগ।
গান, সিনেমার খবরের বাইরে কেট হাডসেনর আরেকটি খবর, কিছুদিন আগেই ব্রিটিশ গায়ক ম্যাট বেলামির সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গেছে। এক পডকাস্টে বারবার সম্পর্কের উত্থান–পতন নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তিনি বলেছেন, অতীতের সব ব্যর্থ সম্পর্কের জন্য তিনি সমানভাবে দায়ী।

Source: প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Showing 13795 out of 20586
  • 13791
  • 13792
  • 13793
  • 13794
  • 13795
  • 13796
  • 13797
  • 13798
  • 13799
  • 13800
  • 13801
  • 13802
  • 13803
  • 13804
  • 13805
  • 13806
  • 13807
  • 13808
  • 13809
  • 13810

Modifier loffre

Ajouter un niveau








Sélectionnez une image
Supprimer votre niveau
Êtes-vous sûr de vouloir supprimer ce niveau?

Avis

Afin de vendre votre contenu et vos publications, commencez par créer quelques packages. Monétisation

Payer par portefeuille

Alerte de paiement

Vous êtes sur le point d'acheter les articles, voulez-vous continuer?

Demande à être remboursé