এযেত্তে কেল্যা জুম্ম জাদর এক্কো কালা দিন, আহ্’ভিল্যাজর দিন এ দিন্নোরে ইধোত তুলি মর মন কধানি থুপ থুপ গরি লেঘিলং।
১০ নভেম্বর
বঝর ঘুরি ১০ নভেম্বর এল’ ফিরি
কানে ছড়া-ছড়ি এ্যাইল তারুম-বন, কানের মেদেনি।
বিং শদকত তিরেঝি এ দিনত
জুম্ম জাদর রাঙা বেল এম.এন. লারমারে
জাদর কুচক্রি মীরজাফর গিরি-প্রকাশ-দেবেন-পলাশ
জুম্ম জাদর কাল, ছলং বদলি এ্যামং-এলিন
জনমত্যাই খেলাক ঘিলি।
ও দেব’ মানব আওজোর মানবেন্দ্র।
ম’ দিঘোল তুদি তুই শুন-
জনম জনমে কর্ম আ কর্মফল
যুনি সত্যি অহ্’য় বুদ্ধ বাণী
আয় তুই আয় নুয়ো গরি-
হিলর দুখ্যে মানেই লগরে কুলত লগি।
আজ পাঁচ বছর হলো আমাদের বিয়ের। এই পাঁচ বছরে অন্তত পাঁচটি জন্মদিন গেছে আমার বউয়ের। পাঁচ বছরে পাঁচটা এনিভার্সেরি গেছে আমাদের। কিন্তু একটাও পালন করা হলো না।
আমি ওর জন্মদিন এই পাঁচ বছর ধরেই মনে রেখেছি। কোন দিন ভুলি নাই কিন্তু ওর জন্মদিন টা সেইভাবে সেলিব্রেট করাও হয় না।সেলিব্রেট করবো দূরের কথা ওকে আমি উইশ পর্যন্ত করি না। এই পাঁচ বছর অর্থাৎ ১৮২৫ দিন, ৪৩৮০০ ঘন্টা,২৬,২৮,০০০ মিনিটে একটিবার ও ওকে বলাই হয় নি “আমি তোমায় ভালবাসি। ”
Read more https://www.anuperona.com/love....-story-ignorant-love
https://www.provaat.com/how-do....-i-deal-with-long-he
#headphone