বাইরে বসন্ত। এই ঢাকা নগরীতে কংক্রিটের জঞ্জালের ফাঁকফোকরে যে কটা গাছ আজও আছে, তাতে দেখা যাচ্ছে নতুন সবুজ পাতা। মাঝেমধ্যে চৈতি হাওয়াও বইছে, ঝাপটে দিচ্ছে জানালার কপাট। আকাশ কী ঘন নীল! গরমটাও আজ খানিক কম। কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে।
ঢাকার বাতাসে আজ ধূলি-ধোঁয়াও বেশ কম।
জানালার ধারে দাঁড়িয়ে আছে পুষ্পিতা।
Read more https://www.anuperona.com/today-puspita-is-upset/
বাইরে বসন্ত। এই ঢাকা নগরীতে কংক্রিটের জঞ্জালের ফাঁকফোকরে যে কটা গাছ আজও আছে, তাতে দেখা যাচ্ছে নতুন সবুজ পাতা। মাঝেমধ্যে চৈতি হাওয়াও বইছে, ঝাপটে দিচ্ছে জানালার কপাট। আকাশ কী ঘন নীল! গরমটাও আজ খানিক কম। কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে।
ঢাকার বাতাসে আজ ধূলি-ধোঁয়াও বেশ কম।
জানালার ধারে দাঁড়িয়ে আছে পুষ্পিতা।
Read more https://www.anuperona.com/today-puspita-is-upset/
https://kormobashi.blogspot.co....m/2021/11/One-Click-
আজ ৪ নভেম্বর ২০২১ খ্রি. ১৯ কার্তিক ১৪২৮ বাংলা, ২৫৬৫ বুদ্ধাব্দ, বৃহস্পতিবার।
এই দিনে বাংলাদেশের প্রধান দৈনিক প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে সকল সাংবাদিক, তথ্য সংগ্রহকারি ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
সবাই ভালো থাকুন।
প্রথম আলো সব বাধা পেরিয়ে সত্য পথে এগিয়ে যাক, এই শুভ কামনা।
আজ ৪ নভেম্বর ২০২১ খ্রি. ১৯ কার্তিক ১৪২৮ বাংলা, ২৫৬৫ বুদ্ধাব্দ, বৃহস্পতিবার।
এই দিনে বাংলাদেশের প্রধান দৈনিক প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে সকল সাংবাদিক, তথ্য সংগ্রহকারি ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
সবাই ভালো থাকুন।
প্রথম আলো সব বাধা পেরিয়ে সত্য পথে এগিয়ে যাক, এই শুভ কামনা।