তোমাদের আজ একটা ভূতের গল্প বলি?
ভয় নেই-যে ভূতের গল্প বলব সে হলো বোকা-টাইপ ভূত। বেজায় বোকা। তার নাম হলো ‘বোকাভূ’। তার বয়স বেশি না। মাত্র সাত। মানুষ হয়ে জন্মালে সে ক্লাস টু-তে পড়ত।
বোকাভূ কেমন বোকা এখন বলি। ভূত বাচ্চাদের প্রধান কাজ হচ্ছে মারামারি খামচাখামচি করা। এ ওকে কামড়ে ধরবে, কিল-ঘুসি মারবে, কাদায় চুবাবে। বোকাভূ এইসব কিছুই করে না। সব ভূত বাচ্চারা যখন মারামারি করে সে তখন একটু দূরে উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। বোকাভূর বাবা তখন খুব রাগ করেন। থমথমে গলায় বলেন, বোকাভূ, তোর হয়েছেটা কী? সবাই মারামারি করছে, তুই করছিস না কেন?
Read more https://www.anuperona.com/boka....bhu-humayun-ahmed/?s
কাবিলা : আই লাভ ইউ রোকেয়া । আমার চোখে তুমি এই দুনিয়ার সবচাইতে সুন্দরী মেয়ে।
রোকেয়া : কিন্তু তোমার পেছনে তো আমার চেয়ে আরেকটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে।
কাবিলা পিছন ফিরে দেখলো, কিন্তু সেখানে কেউ ছিলো না।
রোকেয়া: তুমি যদি সত্যিই আমাকে ভালবাসতে তাহলে কখনও পিছন ফিরে দেখতে না।
আই হেট ইউ।
( মোরালঃ মোরাল টরাল কিছু নেই, রোকেয়া স্মার্ট ছিলো)
কিন্তু গল্প এখনও শেষ হয়নি...
কাবিলা :ওকে, তোমার ইচ্ছে। তাহলে এই হীরের আংটিটা কাকে দেব?
রোকেয়া : আচ্ছা, আমি কি একটু মজাও করতে পারবো না, আমার জানুর সাথে?
রোকেয়া কাবিলার দুই গালে দুটো চুমু দিয়ে আংটি নিয়ে চলে গেলো। কিন্তু পরের দিনই রোকেয়া হন্তদন্ত হয়ে কাবিলার কাছে এসে বললো,’আরে এটা তো আসল হীরে নয়।
কাবিলা : তুমি যদি আমাকে সত্যিই ভালবাসতে তাহলে এটা পরীক্ষা করে দেখতে না। আই হেট ইউ।
(মোরালঃ মোরাল টরাল আর কিছু নেই। কাবিলা বেশি স্মার্ট ছিল)😆😆😆😆😆😆
https://emdadulhoq.doodlekit.c....om/blog/entry/186067
https://electronicsproductsban....gladesh.blogspot.com
https://www.jibonpata.com/read....-blog/59856_what-you