সিসিলির রাজা লিওন্টেস তাঁর সুন্দরী সতীসাধ্বী রানি হারমায়োনিকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিলেন। লিওন্টেস তাঁর এই মহতী রানিটিকে খুবই ভালবাসতেন। জীবনে তাঁর কিছুরই অভাব ছিল না। কেবল মাঝে মাঝে বাল্যবন্ধু তথা সহপাঠী বোহেমিয়ার রাজা পলিজেনাসকে আরেকবার দেখার এবং তাঁকে স্ত্রীর সামনে উপস্থিত করার ইচ্ছে জাগত লিওন্টেসের মনে। দু’জনে একসঙ্গে বড়ো হয়েছিলেন। পিতার মৃত্যুর পর উভয়কেই নিজ নিজ রাজ্যে ফিরে রাজকার্য হাতে তুলে নিতে হয়।
তাই অনেকদিন তাঁদের মধ্যে দেখাসাক্ষাৎ ছিল না। তবে ঘন ঘন তাঁরা পরস্পরের মধ্যে উপঢৌকন, চিঠিপত্র ও রাজদূত আদানপ্রদান ঠিকই করতেন।
Read more https://www.anuperona.com/the-winters-tale/
সিসিলির রাজা লিওন্টেস তাঁর সুন্দরী সতীসাধ্বী রানি হারমায়োনিকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিলেন। লিওন্টেস তাঁর এই মহতী রানিটিকে খুবই ভালবাসতেন। জীবনে তাঁর কিছুরই অভাব ছিল না। কেবল মাঝে মাঝে বাল্যবন্ধু তথা সহপাঠী বোহেমিয়ার রাজা পলিজেনাসকে আরেকবার দেখার এবং তাঁকে স্ত্রীর সামনে উপস্থিত করার ইচ্ছে জাগত লিওন্টেসের মনে। দু’জনে একসঙ্গে বড়ো হয়েছিলেন। পিতার মৃত্যুর পর উভয়কেই নিজ নিজ রাজ্যে ফিরে রাজকার্য হাতে তুলে নিতে হয়।
তাই অনেকদিন তাঁদের মধ্যে দেখাসাক্ষাৎ ছিল না। তবে ঘন ঘন তাঁরা পরস্পরের মধ্যে উপঢৌকন, চিঠিপত্র ও রাজদূত আদানপ্রদান ঠিকই করতেন।
Read more https://www.anuperona.com/the-winters-tale/
Linkeei Affiliate থেকে টাকা ইনকাম।
দারুন সুযোগ।
এখন থেকে আপনি আপনার Linkeei Affiliate link টি যে কোথাও যেমনঃ Facebook Profile, Facebook Page, Facebook Group, Messenger, WhatsApp, IMO, , Viber, E-mail, SMS ইত্যাদি তে শেয়ার করতে পারেন। আপনার ওই লিংকে ক্লিক করে যতো জন Linkeei তে একাউন্ট ওপেন করবে, প্রত্যেক নতুন একাউন্ট এর জন্য আপনার Linkeei আকাউন্টে ১ টাকা করে জমা হবে। আপনার একাউন্টে কমপক্ষে ২৫ টাকা জমা হলেই আপনি bKash এর মাধ্যমে টাকা নিতে পারবেন।
কিভাবে আপনার Linkeei Affiliate link টি শেয়ার করবেনঃ
১। প্রথমে আপনার Linkeei account এ Login করুন
২। এখন আপনার Profile থেকে "General settings" এ যান এবং তারপর "My Affiliates" এ ক্লিক করুন।
৩। এখন "Your affiliate link is" এর নিচেই আপনার Linkeei Affiliate link টি দেখতে পারবেন। এই লিংকের নিচে Facebook, WhatsApp সহ আরও কিছু social media এর লিংক দেখতে পারবেন। আপনি এই social media এর Logo এর উপর ক্লিক করলে আপনার Linkeei Affiliate link টি share হয়ে যাবে এবং ওই লিংক এ ক্লিক করে যতো জন Linkeei তে নতুন আকুন্ট খুলবে আপনার Linkeei একাউন্টে প্রত্যেক নতুন একাউন্টের জন্য ১ টাকা করে যোগ হতে থাকবে। আপনি যতো বেশি শেয়ার করবেন আপনার ইনকামের সম্ভাবনা ততই বাড়বে।
তবে সবচেয়ে ভালো ইনকাম হবে যদি আপনি
এই image টিঃ https://drive.google.com/file/....d/16K_bbuRN7lRM4TtBM
Download করে এবং
এই লেখা টি তেঃ "Linkeei - লিংকি ব্যবহার করতে এই লিংকে যানঃ এখানে আপনার Linkeei Affiliate link টি copy paste করে বসান"
আপনার Linkeei Affiliate link টি বসিয়ে বিভিন্ন যায়গায় শেয়ার করুন।
যে কোন সমস্যা হলে কমেন্ট করুন অথবা inbox এ যোগাযোগ করুন।
কোন এক দম্পতি নিজেদের বিবাহ বার্ষিকীতে ফজরের নামাজ শেষ করে ভোর বেলা দুজনে মিলে বারান্দায় বসে গরম চায়ের কাপ হাতে কিছু মধুরতাপূর্ণ গল্প করছেন। শুরুটা হয়তো বা দুজনের জীবনের কোন এক কঠিন বাস্তবতাকে কেন্দ্র করে, কিন্তু পরের অংশটা কেবলই হৃদয় ছোঁয়া ভালবাসার গল্প …
– কিছু মানুষকে আল্লাহ কিছু বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠান আর সাথে দেন অনেক বেশি কষ্ট এবং সেই কষ্ট সহ্য করার মত সামর্থ্যটাও!
– আর কিছু মানুষকে আল্লাহ তোমার মত মানুষের মন বুঝার ক্ষমতা দিয়ে পাঠান, আর কিছু মানুষকে করে দেন আমার মত এত বেশি ভাগ্যবান যাদের জীবন সঙ্গিনী তোমার মত একটা মেয়ে হয়!
Read more https://www.anuperona.com/love....-is-a-matter-of-a-fe
কোন এক দম্পতি নিজেদের বিবাহ বার্ষিকীতে ফজরের নামাজ শেষ করে ভোর বেলা দুজনে মিলে বারান্দায় বসে গরম চায়ের কাপ হাতে কিছু মধুরতাপূর্ণ গল্প করছেন। শুরুটা হয়তো বা দুজনের জীবনের কোন এক কঠিন বাস্তবতাকে কেন্দ্র করে, কিন্তু পরের অংশটা কেবলই হৃদয় ছোঁয়া ভালবাসার গল্প …
– কিছু মানুষকে আল্লাহ কিছু বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠান আর সাথে দেন অনেক বেশি কষ্ট এবং সেই কষ্ট সহ্য করার মত সামর্থ্যটাও!
– আর কিছু মানুষকে আল্লাহ তোমার মত মানুষের মন বুঝার ক্ষমতা দিয়ে পাঠান, আর কিছু মানুষকে করে দেন আমার মত এত বেশি ভাগ্যবান যাদের জীবন সঙ্গিনী তোমার মত একটা মেয়ে হয়!
Read more https://www.anuperona.com/love....-is-a-matter-of-a-fe
কোন এক দম্পতি নিজেদের বিবাহ বার্ষিকীতে ফজরের নামাজ শেষ করে ভোর বেলা দুজনে মিলে বারান্দায় বসে গরম চায়ের কাপ হাতে কিছু মধুরতাপূর্ণ গল্প করছেন। শুরুটা হয়তো বা দুজনের জীবনের কোন এক কঠিন বাস্তবতাকে কেন্দ্র করে, কিন্তু পরের অংশটা কেবলই হৃদয় ছোঁয়া ভালবাসার গল্প …
– কিছু মানুষকে আল্লাহ কিছু বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠান আর সাথে দেন অনেক বেশি কষ্ট এবং সেই কষ্ট সহ্য করার মত সামর্থ্যটাও!
– আর কিছু মানুষকে আল্লাহ তোমার মত মানুষের মন বুঝার ক্ষমতা দিয়ে পাঠান, আর কিছু মানুষকে করে দেন আমার মত এত বেশি ভাগ্যবান যাদের জীবন সঙ্গিনী তোমার মত একটা মেয়ে হয়!
Read more https://www.anuperona.com/love....-is-a-matter-of-a-fe
এক চাইনিজ যোদ্ধা তার স্ত্রীকে নিয়ে বাসা থেকে বেশ দূরের একটা লেকে ঘুরতে গিয়েছিল। দুজন মিলে প্যাডেল বোটে করে মনের সুখে লেকের স্বচ্ছ জলের সৌন্দর্য অবগাহন করছে। ওরা প্যাডেল বোটে করে মাঝ লেকের দিকে অবস্থান করছে, এমন সময় হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে গেল।
কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হল। স্বামী টি সাহসী ছিল, কিন্তু স্ত্রী ভয় পাচ্ছিল কারণ ঝড়ের তীব্রতা এত বেশি যে ওদের ছোট প্যাডেল বোট যেকোন মূহুর্তে ডুবে যাবে।
Read more https://www.anuperona.com/chin....ese-soldier-and-his-