Posts
Mga gumagamit
Mga pahina
Grupo
Blog
Merkado
Mga kaganapan
Mga laro
Forum
Mga pelikula
Mga trabaho
আসলে উত্তেজনা আর সরাসরি এয়ারপোর্ট থেকে আসার ক্লান্তিতে অনেক কিছু বলতে পারিনি। Ladies and Gentlemen আমার প্রথম সন্তানের মতো। আমার যখন কোনো ভাল প্রজেক্ট আসে এই সন্তানের কথা মনে হয় আবার যখন মনে হয় কিছুই করতে পারছি না কারিয়ারে তখনো মনে হয় এই সন্তান তো আছে। মা বাবারও কিন্তু অনেক কিছু শেখে সন্তানের কাছ থেকে। তেমনি আমি শিখেছি কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজেকে নিজের চ্যালেন্জ দিতে হয় এবং আশপাশের জগতের পাশেও একটা স্বস্থির জায়গা খুঁজে নিতে হয়।
আমি ধন্যবাদ জানাতে চাই আমার ডিরেক্টর এবং পথপ্রদর্শক শ্রদ্ধেয় Mostofa Sarwar Farooki কে আমার উপর আস্থা রাখার জন্য, প্রিয় Nusrat Imrose Tisha যিনি প্রথম আমার উপর ভরসা করেছিলেন এবং আফজাল হোসেন, মোস্তফা মনোয়ার, পার্থ বড়ুয়া, আমার বাবা মামুনুর রশীদ, হাসান মাসুদসহ সকল কলাকৌশলীকে যাদের ছাড়া “সাবিলা” তৈরি হত না। কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার দর্শকদের প্রতি যারা ভোট দিয়েছেন কিংবা না দিলেও আমার কাজকে সাপোর্ট করেন সবসময়। এত দূর আসবো কখনো ভাবিনি তবে সীমানা পাড়ি দেয়ার সময় এসে গেছে। আমার জন্য দেয়া রাখবেন।