একটা সময় অন্যের ফ্রেন্ডলিস্টে তোমার জায়গা হবে না; আরেকটা সময় অন্যকে তোমার ফ্রেন্ডলিস্টে জায়গা দেয়ার মতো সুযোগ থাকবে না।
একটা সময় তুমি মেসেজ দিলে অন্য কেউ রিপ্লাই দেয়ার প্রয়োজন বোধ করবে না। আরেকটা সময় অন্যের মেসেজ "seen" করার মতো সময়টুকু তোমার হাতে থাকবে না।
এসব নির্ভর করে তোমার অবস্থানের ওপর। তাই আজ থেকে অন্যের মনোভাব পরিবর্তন নয়; বরং নিজের অবস্থান পরিবর্তনের জন্য লেগে যাও। তোমার অবস্থান পরিবর্তন হলে অন্যের মনোভাব এমনিতেই পরিবর্তন হবে এবং হতে বাধ্য।
©Gazi Mizanur Rahman
"গাধা এবং বাঘ"
একদিন গাধা বাঘকে বলল— "ঘাসের রং নীল। "
বাঘ উত্তর দিল— "না, ঘাসের রং সবুজ। "
কিছুক্ষণের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।
রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল— " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"
সিংহ উত্তর দিল- "হ্যাঁ, ঘাসের রং নীল। "
গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল— "বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন। "
সিংহ তখন ঘোষণা করল- "বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল। "
গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল— "ঘাসের রং নীল, ঘাসের রং নীল। "
বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা কর— "মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।"
সিংহ বলল— "ঠিক, ঘাসের রং সবুজ। "
বাঘ জিজ্ঞাসা করল— "তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন? "
সিংহ উত্তর দিল— "তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ। "
গল্পের লেখক অজ্ঞাত।
উপদেশ: মূর্খের সাথে তর্ক করে সময় ও শক্তির অপচয় করা উচিত না।
The #redmiseries is back with surprise! 😎😎😎
Let's relive all the #levelup specs of #redmi10 and add a bit of sparkle to life! 🤩🤩
Have a look:
📷 Redmi’s 1st #50mp Camera
🚀Helio G88 Processor
🔋 5000mAh Battery with ⚡ #9w Reverse Wired Charging
📱 90Hz FHD+ Display
⏫Extended RAM up to 2GB
🌈Colors: Carbon Grey and Sea Blue
The Redmi 10 comes with 2 different variants:
4GB+64GB variant @ BDT 18,999 and 6GB+128GB variant @BDT 20,999.
#xioamibangladesh #levelup #redmi
সুলাইমান (আঃ) ছিলেন একটি দেশের বাদশাহ। আবার নবীও। তাই তার দায়িত্বও ছিল অনেক।
তিনি পশুপাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তায়ালা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান-প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন। আল্লাহ তায়ালা বলেছেন, আর সুলাইমান (আঃ) পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কী? সে কি অনুপস্থিত? (সুরা নামল : ২০)।
হুদহুদ সুলাইমান (আঃ) এর অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান (আঃ) হুদহুদের মাধ্যমেই নিতেন।
Read more https://www.anuperona.com/sulaiman-a-rani-bilkis/