আকাশ যেমন নদীর টানে, বৃষ্টি হয়ে ঝরে। তিতাস পাড়ে বসে আমার, তোমায় মনে পড়ে। জোৎস্না রাতে নদীর বুকে, থাকে যেমন চাঁদ। হৃদয় মাঝে আজ শুধুই ব্যাথার আর্তনাদ। নদীতে যখন জোয়ার আসে ঢেউয়ে ভাঙ্গে তীর। তোমার ব্যাথায় ভাঙলো প্রিয়া আমার মনের নীড়।
আকাশ যেমন নদীর টানে, বৃষ্টি হয়ে ঝরে। তিতাস পাড়ে বসে আমার, তোমায় মনে পড়ে। জোৎস্না রাতে নদীর বুকে, থাকে যেমন চাঁদ। হৃদয় মাঝে আজ শুধুই ব্যাথার আর্তনাদ। নদীতে যখন জোয়ার আসে ঢেউয়ে ভাঙ্গে তীর। তোমার ব্যাথায় ভাঙলো প্রিয়া আমার মনের নীড়।
বিদেশি Facebook, WhatsApp, Massager, Insta তে যখন সমস্যা, তখন দেশী Linkeei তেই ভরসা। আমি বলি কি চার-পাঁচ দিনা ওগুলো বন্ধ থাকুক। বিকল্প খুঁজতে যেয়ে আমাদের Linkeei অনেক প্রচার পেয়ে যাবে। ইউজার বেশি হলে আমারাও ইউজ করে মজা পাবো।