Watch
Events
Blog
Market
Pages
More
Posts
Users
Group
Games
Forum
Movies
Jobs
ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় ছোয়া গভীরের এই বন্দরে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।
পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরনে মুক্তর সুখ, তেমনি তোমার নিবিড় চলা ভিতরের নীল বন্দরে।
ভাল আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের এই মনটা রে।
যদি এ লগন আঁধারে ঢাকে যদি নেভে দিন পথের বাঁকে তুমি যে আমার বলব আবার চিরদিন তোমারে চিনি।।
তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো এ মধুর প্রহর হোক না অমর ওগো মোর পল্লবীনি।।
আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে হয়ত সুদূরে যেতে গো সরে না, না নয়নের নীলে তুমি যে ছিলে।।
তুমি যে আমার কবিতা আমার বাঁশীর রাগিনী। আমার স্বপন আধ-জাগরণ চিরদিন তোমারে চিনি।।
ভাঙা নাক আর ছেঁড়া ঠোঁটওয়ালা এক বক্সার গেছেন চোখের ডাক্তার দেখাতে— ডাক্তার: ধারণা করছি, আপনি মাঝেমধ্যেই বিপজ্জনক কোনো খেলায় অংশ নেন! বক্সার: জ্বি, মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেলি।
Load more
You are about to purchase the items, do you want to proceed?