বাবার অফিসে ফোন করেছে ছোট্ট জনি।
জনি: হ্যালো, বাবা!
বাবা: বলো।
জনি: বাবা, অফিস থেকে ফেরার পথে আমার জন্য আইসক্রিম এনো।
বাবা: জনি, ডাক্তার না তোমাকে আইসক্রিম খেতে নিষেধ করেছেন! আমি ফোন রাখছি।
খানিক বাদে আবারও বাবাকে ফোন করল জনি। আবারও একই আবদার, ‘বাবা, বাড়ি ফেরার সময় আইসক্রিম এনো।’
বাবা: জনি, বাবাকে বিরক্ত কর না। আমি আইসক্রিম আনব না। রাখি।
একটু পর আবারও একই আবদার জনির। বাবা এবার রেগেই গেলেন! বললেন, ‘জনি, আমি কিন্তু এসে তোমাকে পিট্টি দেব! রাখছি।’
আবারও বাবাকে ফোন করল জনি। এবার বলল, ‘বাবা, তুমি যখন আমাকে পিট্টি দিতে আসবে, সঙ্গে করে আইসক্রিম এনো!’