জুবায়র ইবনু মুত’ইম (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
"আত্মীয়তার সম্পর্ক বিছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না।"
রেফারেন্সঃ
সহিহ মুসলিম ৬৪১৫
স্পষ্ট বক্তব্য৷ সুতরাং আত্মীয়স্বজন আপনার সাথে যতই অন্যায় করুক না কেন, আপনি নিজের ঠেকাতেই সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকুন।