আজ (বাংলা)
বৃহঃস্পতিবার
২০শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষা-কাল
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের 'পরে, বুকের 'পরে।
কিন্তু এই সময়ে এসে বর্ষার রূপ গেছে বদলে।
একটা সময় ছিল, ব্যাঙডাকা জলাবদ্ধতা করে বৃষ্টির অবিরাম।
বদলেছে, বদলে যাচ্ছে-
আমাদের প্রজন্মের ভবিষ্য।
#সৃষ্টি
#premdevota