একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তার পুত্র তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল। হঠাৎ একটি কাক এসে বসলো, তার পিতা জিজ্ঞেস করলেন,“এটা কি ?”
পুত্র বলল – “এটি একটি কাক ।”
… কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস করলেন , “এটা কি ?
পুত্র বলল – “আমি তো কেবলি বললাম এটা একটা কাক ।”
একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, “এটা কি ?” এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই কর্কশ গলায় বলল ,”এটা একটা কাক, এটা একটা কাক।” এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন “এটা কি ?”
Read more https://www.anuperona.com/father-and-son-story/
মাঝে মাঝে ভালো খাবার খাওয়ার শখ কার না জাগে? কিন্তু চাচার সেই শখ পূরণ করার কেউ নেই এই বৃদ্ধ বয়সে। ছেলেদের সংসার কোনমতে চলে, বাবার খোজ নেয়ার খুব একটা সময় নেই। গ্রামের মানুষজনের দেয়া ভাত তরকারি দিয়েই দিন পার করতে হয় বৃদ্ধ চাচার। ভাত-শাক যা লোকে দেয় তাতেই তিনি খুশী।
চাচার জন্য আজকের আম জনতার হোটেল থেকে আমরা চেষ্টা করেছি ভালো কিছু খাবারের ব্যবস্থা করার। খাবার পেয়ে চাচা খুশী হয়েছেন, এই অমলিন হাসি চাচার মুখে সর্বদা লেগে থাকুক, সেই চেষ্টাই করে যাবো আমরা।
🟥~~~এটা একটা পিঁপড়ার ছবি, মাইক্রোস্কোপে জুম করে হাই রেজুলেশন ক্যামেরায় তোলা হয়েছে সম্ভবত।-😊
বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এ তথ্য আবিষ্কার করেছেন যে, পিঁপড়া খাওয়ার প্রয়োজনে মাটির নীচে যে শস্যদানা জমা করে সেগুলোকে জমা করার পর দু টুকরো করে ফেলে, যাতে দানাগুলো থেকে চারা উদ্গত না হয়ে যায়।
কিন্তু ধনিয়ার দানাকে পিঁপড়া অভ্যাসের বিপরীত দুটুকরোর পরিবর্তে চার টুকুরো করে। এর করণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীগণ জানতে পারলেন, ধনিয়ার দানা দুটুকরো করে ফেললেও তা থেকে চারা উদ্গত হয়।
চার টুকরো করলে আর উদ্গত হতে পারে না। তাই পিঁপড়া তাকে চার টুকরো করে। সুবহানআল্লাহ-💙 কে পিঁপড়াকে এই তথ্য দিলো? কে পিঁপড়ার মাথায় এই বুদ্ধি দিলো? আল্লাহ,, একমাত্র আল্লাহ!-😊❤️
🗣️মূসা বলিল, 'আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন, অতঃপর পথনির্দেশ করিয়াছেন।'
قَالَ رَبُّنَا الَّذِىْۤ اَعْطٰـى كُلَّ شَىْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰى
(সূরা নম্বরঃ ২০, আয়াত নম্বরঃ ৫০)
আল্লাহ সর্বজ্ঞানী-💖
https://techthoughtsbd.blogspo....t.com/2019/09/Batter