/** * Plugin: Google Login Blacklist Check (MySQLi - Linkeei) * Description: Blocks Google login if email is blacklisted (from DB). * Author: Linkeei Dev */ add_hook('james_hook_before_register', function($data) { global $wo; $marker = $data['marker'] ?? ''; $user = $data['user_data'] ?? []; if ($marker !== 'login-with-google') { return; } $email = strtolower(trim($user['email'] ?? '')); if (empty($email)) { throw new Exception("Login blocked: Email is missing."); } $conn = $wo['sqlConnect']; // Use Linkeei's connection // Escape and prepare the query $email_escaped = mysqli_real_escape_string($conn, $email); $query = "SELECT COUNT(*) as count FROM JAMES_blacklisted_emails WHERE LOWER(email) = LOWER('$email_escaped')"; $result = mysqli_query($conn, $query); if ($result) { $row = mysqli_fetch_assoc($result); if ((int)$row['count'] > 0) { throw new Exception("Login blocked: Your email is blacklisted."); } } else { throw new Exception("Login blocked: DB error."); } });
এচ্যে দ’ গম নেই মানান
নানাং কধা চিদত আভর খার
ভারদ’ হনুমান্যা যুনি ওই পাত্তুন
বুক্কো ছিরি কি আঘে দেঘে দুং।
কত্তমান কোচপাং তরে মুই।।
অক্তে অক্তে মন’ আগাঝত মেঘ ভাঝে
ঝর লামে ধারাধারা দ্বি চোগত
ঝুবুর গাঝত অনসুর কুরি যায় ক’বো
ইধোত তুলি দে সে পুরোন’ দিনুন।
এচ্যে দ’ গম নেই মানান ।।
বেন্যা পোত্যা রাদা দাগত ঘুম ভাঙি গেলে
কায় দ’ তরে তগে ন’ পাং,
আগাঝ তারা ওই রেত্তো কাদেনেই
দিন্নো কুধু লুগি যাচ।
এচ্যে দ’ গম নেই মানান ।।
আচ্ছা বিয়ের নিয়মটা যদি এমন হতো ❤️
ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে।
বিবাহর আগে তারা যেভাবে থাকতো এখনো সেভাবে থাকবে। ছেলে ছেলের বাসাই থাকবে, মেয়ে মেয়ের বাসায় এই থাকবে।
আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো, এখনো ঠিক তেমন দিবে।
সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে। মধ্যখান দিয়ে একটি হালাল সম্পর্ক তৈরি হবে। দুজন প্রেম করবে কিন্তু কোনো প্রকার পাপ হবে না। হবে শুধু সোয়াব। পূর্ণ হবে অর্ধেক দ্বীন।
দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাঁচা যাবে। ইসলামের বিধি নিষেধ গুলো মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে।
তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি- অথবা ব্যবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামার্থ হবে, তখন তার বাসায় তার বউকে নিয়ে আসবে।
এতে করে বাঁচবে সমাজ, হবেনা ধর্ষণ, হবেনা কোনো যিনা, হবে না কোনো পাপাচার। এটা সকল পিতা মাতার বোঝা উচিত ❤️
এক সময় আফ্রিকায় এক কৃষক বাস করত। সে ছিল সুখী এবং সন্তুষ্ট। তার সুখী হওয়ার একমাত্র কারণ তার যা ছিল তাই নিয়ে সে সন্তুষ্ট ছিল। একদিন এক জ্ঞানী লোক এসে তাকে হিরার মূল্য, গৌরব এবং ক্ষমতার কথা বলল। জ্ঞানী লোকটি বলল “যদি তোমার কাছে তোমার বৃদ্ধাঙ্গুলির সমান একটি হিরা থাকে তাহলে তুমি একটি শহর কিনতে পারবে।
যদি তোমার হাতের মুঠোর সমান একটি হিরা থাকে তাহলে পুরো একটি দেশ কিনতে পারবে”। তারপর সে চলে গেল। সে রাতে কৃষক আর ঘুমাতে পারল। সারা রাত সে ওই হিরার কথাই ভাবল।
Read more https://www.anuperona.com/diamond/