বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাগুলো হলো-
১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায়
দেখতে আমি পাইনি,
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে
আমার হৃদয় মাঝে চাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি......
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
তুমি ছিলে
আমার কাছে তুমি ছিলে
আমি তোমার কাছে যাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি।।।।।
বই নিয়ে মজার কিছু তথ্য
📖📖📖📖📖📖
১.হার্ভার্ড
বিশ্ববিদ্যালয়ের
লাইব্রেরীতে ৪ খানা
বই আছে যা মানুষের
চামড়া দিয়ে বাঁধাই
করা।
📖📖📖📖📖📖
২.মাথা পিছু বই পাঠের
দিকে শীর্ষে হলো
আইসল্যান্ড।
📖📖📖📖📖📖
৩.বইপড়া মানুষের
অ্যালজাইমার রোগে
আক্রান্ত হবার
সম্ভাবনা অপেক্ষাকৃত
কম।
📖📖📖📖📖📖
৪.ব্রাজিলের কারাগারে
প্রতি একটি বই
পাঠের জন্য ৪ দিনের
সাজা মাফ হয়।
📖📖📖📖📖📖
৫.ভার্জিনিয়া উলফ
তাঁর সব বই দাঁড়িয়ে
লিখেছিলেন।
📖📖📖📖📖📖
৬.সবচেয়ে চুরি হয় যে
বইটি, সেটা হলো
বাইবেল।
📖📖📖📖📖📖
৭.রুজভেল্ট প্রতিদিন
গড়ে ১ টি বই
পড়তেন।
📖📖📖📖📖📖
৮.শুধুমাত্র দাবা খেলার
উপরই ২০০০০+ বই
আছে।
📖📖📖📖📖📖
৯.ভিক্টর হুগোর লা
মিজারেবল বইয়ে
একটি বাক্য আছে
যেখানে ৮২৩টি শব্দ।
📖📖📖📖📖📖
১০.হারি (Hurry),
এডিকশন
(Addiction) এসব
শব্দ শেক্সপিয়ারের
আবিস্কার।
📖📖📖📖📖📖
১১.নিউইয়র্ক পাবলিক
লাইব্রেরীর সব বই
একসাথে লাইন
করে রাখলে ৮
মাইল লম্বা হবে।
📖📖📖📖📖📖
১২.লেভ তলস্টয়ের
বিশাল উপন্যাস
ওয়ার এন্ড পিসের
পান্ডুলিপি তাঁর স্ত্রী
হাতে লিখে ৭ বার
কপি করেছিলেন।
📖📖📖📖📖📖
১৩.নোয়াহ ওয়েবস্টার
তাঁর প্রথম
ডিকশনারী লিখতে
সময় নিয়েছিলেন
মাত্র ৩৬ বছর।
📖📖📖📖📖📖
১৪.আর 'বঙ্গীয়
শব্দকোষ' নামক
অভিধানটি তৈরি
করতে হরিচরণ
বন্দ্যোপাধ্যায়ের
কতদিন লেগেছিল?
প্রায় গোটা জীবন।
সেইসঙ্গে ছিল
প্রতিকূলতার
বিরুদ্ধে লড়াই।
📖📖📖📖📖📖
১৫ . মহাভারত পৃথিবীর
মধ্যে এক মাত্র বই
বা মহাকাব্য যার
মধ্যে ১২০০
বেশি চরিত্র আছে।
📖📖📖📖📖📖
*১৬. পৃথিবীতে*
*একটি মাত্র বই*
*আছে যেটা*
*কোনো ভাষাতে*
*অনুবাদ করা*
*যায়নি বহু চেষ্টা*
*করেও, বইটির*
*নাম - সুকুমার*
*রায় এর "*
*আবোল*
*তাবোল"*
Saiful Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?