সমপ্রতি জাপানী পর্যটক বাংলাদেশে এসে অপরিস্কার রাস্তা দেখতে পেয়ে নিজেই পরিস্কার করতে লেগে যান,আর আমাদের দেশের জনগন ঐ ছবি তুলে ফেসবুকে প্রচার করেন। এটা যে কতবড় লজ্জার বিষয় তা বলার অপেক্ষা রাখেনা। আরও মজার বিষয় হলো, মুহুর্তের মধ্যে ভাইরাল হওয়া এই পোস্টটিতে জোয়ারের পানির মত কমেন্ট চলতে থাকে। তাতে অনেকেই আবার বলেছেন, এই সরকার ক্ষমতা থেকে বিদায় নিলেই সমস্যার সমাধান হবে। আমার প্রশ্ন হলো দেশের নাগরিক যদি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন না হয় তাহলে সব সমস্যার সমাধান কি সরকারের পক্ষে করা সম্ভব? ধরুন, আমি পানি খাওয়ার পর বোতলটা নির্দিস্ট যায়গায় না ফেলে ড্রেনের ভিতর ফেলে দিলাম, আমার মত আরও অনেকেই অব্যবহৃত জিনিষ ড্রেনের মধ্যে ফেলে দিয়ে ড্রেন বন্ধ করে দিলো,ফলে ড্রেনের পানি বাধাগ্রস্ত হয়ে উপচে উঠে রাস্তা নোংরা করে দিলো। এ ক্ষেত্রে নাগরিক হিসেবে আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি? সমস্যা হলো আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন না করে সর্ব ক্ষেত্রে সরকারকে দোষারোপ করি। আমরা সাধারন নাগরিক থেকে শুরু করে যদি সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী ব্যক্তি পর্যন্ত সবাই যদি নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হই তাহলে সুন্দর একটি সমাজ তথা রাস্ট্র গড়ে তোলা কঠিন কিছু না। তাই আসুন, আমরা প্রত্যেকে সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলি। বিশ্বের বুকে বাংলাদেশকে গৌড়বান্বিত করি।