Linkeei Linkeei
    #ai #best #seo #digitalmarketing #health
    Avanceret søgning
  • Log på
  • Tilmeld

  • Nattilstand
  • © 2025 Linkeei
    Om • Vejviser • Kontakt os • Udviklere • Fortrolighedspolitik • Vilkår for brug • Tilbagebetale • Linkeei App install

    Vælg Sprog

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Holde øje

Holde øje Hjul Film

Begivenheder

Gennemse begivenheder Mine begivenheder

Blog

Gennemse artikler

Marked

Seneste produkter

sider

Mine sider Synes godt om sider

Mere

Forum Udforske Populære opslag Spil Jobs Tilbud
Hjul Holde øje Begivenheder Marked Blog Mine sider Se alt

Opdage indlæg

Posts

Brugere

sider

Gruppe

Blog

Marked

Begivenheder

Spil

Forum

Film

Jobs

Selim Reza
Selim Reza
4 år

কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে শান্তি সম্প্রীতি মিছিল
আরশীনগর প্রতিবেদক : উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক সারাদেশে চলমান সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও নাশকতার বিরুদ্ধে শান্তি-সম্প্রীতি মিছিল ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখা। আজ সকালে বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে থেকে জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় জেলা শ্রমিকলীগের সিনিয়ার সহ-সভাপতি তমিজ উদ্দিন ইউসুফ আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুন্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক বাদশা আলমগীর সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, ইসমাইল হোসেন, তরিকুল হাসান মিন্টু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, সদস্য হাবিবুর রহমান, খোমনী কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন প্রমুখ।
কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ২৯১০ ২০২১ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয় বঙ্গবন্ধুর সুপার মার্কেট থেকে শান্তি এবং সম্প্রীতির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব ইউসুফ আলী সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমজাদ আলী খান সবাই আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সহ সভাপতি জিল্লুর রহমান আব্দুর রশিদ যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান হামিদুল ইসলাম শাহিনুল ইসলাম লেবু সহ সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মোহাম্মদ ইলিয়াস হোসেন তরিকুল হাসান মিন্টু প্রচার সম্পাদক আবদুর রশিদ সহ ক্রিয়া সম্পাদক শফিকুল ইসলাম শহর সমাজ কল্যাণ সম্পাদক খোমেনী আহমেদ শহর শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন কার্যনির্বাহী সদস্য জনাব হাবিবুর রহমান কার্যনির্বাহী সদস্য মোতালেব হোসেন অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সুপার মার্কেট শহরের প্রধান সড়ক দিয়ে বঙ্গবন্ধু চরিত্রে পাঁচ রাস্তার মোড়ে যে মিছিল শেষ হয় মিছিলে বক্তারা বলেন যে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশের উন্নয়নের লক্ষ্যে তখনই স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে এদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড?ে তুলতে হবে বাংলাদেশ অসাম্প্রদায?িক দেশ যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে এটাই জাতির জনক বঙ্গবন্ধুর চেয়ে ছিলেন স্বাধীনতার পরাজিত শক্তি জননেত্র উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টায় দেশের ভিরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এদের বিরুদ্ধে আমাদের দুর্ভাগ্য বাধ্য হবে রাজপথে থেকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই হোক আমাদের শান্তি সম্প্রীতি মিছিলের শপথ।

Synes godt om
Kommentar
Del
avatar

Selim Reza

2
Synes godt om
· Svar · 1635522966

Slet kommentar

Er du sikker på, at du vil slette denne kommentar?

Selim Reza
Selim Reza
4 år

দৌলতপুরে ০২ নং মথুরাপুরে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম
আরশীনগর প্রতিবেদক : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী ০২ নং মথুরাপুর ইউনিয়ন। সীমান্তে গড়ে উঠা এই ইউনিয়নের মানুষের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শহিদুল ইসলাম। মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হার যখন আকাশ ছোয়া সবাই যখন ঘরে ঠিক ওই সময় মথুরাপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে সহায়তা করেছেন শহিদুল ইসলাম । নিজের জীবন বাজি রেখে ইউনিয়ন বাসীর নিয়মিত খোজ খবর নেওয়া থেকে শুরু করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, এবং বাড়ি বাড়ি ঘুরে সেবা প্রদাণ করেছেন । এছাড়াও শহিদুল ইসলামকে ইউনিয়নের প্রতিটা মানুষের বিপদে -আপদে ২৪ ঘন্টা পাশে পাই ইউনিয়নের মানুষ। এব্যাপারে ০২ নং মথুরাপুর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ইউনিয়নবাসীর সুখে দুঃখে বিপদে আপদে সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে থাকতে চাই। শহিদুল ইসলামের ব্যাপারে ইউনিয়ন বাসীর কাছে জানতে চাইলে তারা জানান, আমাদের বিপদে আপদে সব সময় শহিদুল ইসলাম আমাদের পাশে থাকে। আমরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শহিদুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

Synes godt om
Kommentar
Del
avatar

Selim Reza

.
Synes godt om
· Svar · 1635522930

Slet kommentar

Er du sikker på, at du vil slette denne kommentar?

avatar

Dhrubo Mitra

 
wow
Synes godt om
· Svar · 1635522963

Slet kommentar

Er du sikker på, at du vil slette denne kommentar?

Selim Reza
Selim Reza
4 år

সুদানে সেনা বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১১
ঢাকা অফিস : সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে পূর্ব আফ্রিকার দেশ সুদানে বিক্ষোভ অব্যাহত আছে। সম্প্রতি সেনাবাহিনী অন্তর্বরতীকালীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একজনের প্রাণ গেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা। এ নিয়ে অভ্যুত্থানের দিন থেকে শুরু করে চারদিনে সুদানে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা ১১ তে পৌঁছাল বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ ব্যক্ত করে সোমবার বেসামরিক নেতৃত্বাধীন যে অন্তর্র্বতী সরকারকে উৎখাত করা হয়েছিল, সেই সরকারকে পুনর্বহালের আহ্বান জানিয়েছে। এ বিবৃতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে। “সুদানের সামরিক কর্তৃপক্ষের প্রতি আমাদের সবার স্পষ্ট বার্তা- সুদানের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দিতে হবে এবং বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারকে পুনর্বহাল করতে হবে,” বলেছেন তিনি। জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে ক্ষমতা দখলের প্রতিবাদে সোমবার থেকেই সুদানে হাজার হাজার লোক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাচ্ছে; অনেক মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কর্মকর্তারা নতুন জান্তা সরকারের নির্দেশ মানতে রাজি হচ্ছেন না। তারা পদত্যাগ বা দায়িত্ব হস্তান্তরেও অস্বীকৃতি জানিয়েছেন। সরকারী কর্মকর্তাদের সঙ্গে মিলে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিমান পরিবহন খাতের ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। তবে আটা, গ্যাস ও জরুরি ওষুধ সরবরাহ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেছে তারা। বৃহস্পতিবারও খার্তুমের প্রধান বাজার, ব্যাংক ও ফিলিং স্টেশনগুলো বন্ধ ছিল। হাসপাতালগুলো কেবল জরুরি সেবা চালু রেখেছে। ছোট ছোট দোকানপাট খোলা রয়েছে, রুটির জন্য বিভিন্ন দোকানের সামনে লম্বা লাইন দেখা গেছে। এদিন খার্তুমের কাছে বাহরি শহরে বিক্ষোভে অভ্যুত্থানবিরোধীদের ওপর তাজা গুলি ও রাবার বুলেট ছোড়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বক্তৃতায় বুরহান বলেছেন, বিলুপ্ত অন্তর্র্বতীকালীন কাউন্সিলে জায়গায় নতুন একটি সরকার গঠনে সেনাবাহিনী আবদাল্লা হামদকের সঙ্গে আলোচনা করছে। হামদক ক্ষমতাচ্যুত অন্তর্র্বতী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।
“আমরা তাকে (হামদক) বলেছি, আমরা আপনার জন্য মঞ্চ খালি করে দিয়েছি। তিনি বাধাহীনভাবে নতুন সরকার গঠন করতে পারেন, আমরা হস্তক্ষেপ করবো না। যাকে যাকে উনি নিয়ে আসতে চান, আনতে পারেন। আমরা হস্তক্ষেপ করবো না,” বলেছেন বুরহান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হামদককে অভ্যুত্থানের পর প্রথমদিকে বুরহানের বাসভবনে রাখা হলেও মঙ্গলবার তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়; হামদকের বাড়ির আশপাশে এখনও সশস্ত্র পাহারা রয়েছে। ক্ষমতাচ্যুত সরকারের কয়েকজন মন্ত্রী বৃহস্পতিবার হামদকের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি, বলেছেন অন্তর্র্বতী সরকারের কৃষিমন্ত্রী ইয়াসির আব্বাস। কর্তপক্ষ ইন্টারনেট ও ফোনে বিধিনিষেধ দেওয়ায় বৃহস্পতিবার সুদানের বিক্ষোভকারীদেরকে ‘ক্ষমতা ছাড়ো’ স্লোগান লেখা একটি প্রচারপত্র বিলি করতে দেখা গেছে; তারা শনিবার দেশটিতে ‘মার্চ অব মিলিয়নের’ ডাকও দিয়েছে।

Synes godt om
Kommentar
Del
avatar

Dhrubo Mitra

 
wow
Synes godt om
· Svar · 1635522966

Slet kommentar

Er du sikker på, at du vil slette denne kommentar?

Selim Reza
Selim Reza
4 år

বীর মুক্তিযোদ্ধার সন্তান পৈত্রিক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত
আরশীনগর প্রতিবেদক : পিতা-মাতার জৈষ্ঠ সন্তান হয়েও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ভাগ্যবিড়ম্বিত একজন রবিউল ইসলাম। সে দৌলতপুর উপজেলার সিলিৃমপুর (মৌবাড়ী) গ্রামের বাসিন্দা। কুষ্টিয়া চিনিকলে চাকুরী করত। এখন সে একজন কৃষক। ২০১৯ সালে ৭ ফেব্রুয়ারী তাঁর পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভুক্তভোগী রবিউলের অভিযোগের তীর তারই দুই আপন ভাইয়ের বিরুদ্ধে। পিতার মৃত্যুর পর রবিউলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন অপর দুই ছোট ভাই সাইফুর জামান(পুলিশ সদস্য),সোহেল রানা,আরেজুল্লাহ(চাচা), চাচাতো ভাই তন্ময় ও নোমেন পরষ্পরের যোগসাজসে এই চক্রান্ত করে তার পৈত্রিক সম্পত্তি দখল করেন। প্রতিবাদ করলে গত ২০ অক্টোবর রবিউলকে পিটিয়ে আহত করে এই চক্র। স্থানীয়রা রবিউল কে উদ্ধার করে দৌলতপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী রবিউল বলেন,কুষ্টিয়ার দৌলতপুর থানার জামাতের আমির আরেজুল্লা(রবিউলের চাচা),শিবিরের ক্যাডার নোমেন, পুলিশ সদস্য সাইফুর জামান বর্তমানে ঢাকা মালিবাগ এসবি তে কর্মরত আছে (রবিউলের ভাই), সোহেল রানা মিলে আমাকে আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমি নিরীহ, আমাকে মারপিট করে আহত করেছে কয়েকবার । তাদের ভয়ে এখন আমি আতংকে দিন কাটাচ্ছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে জোর দাবি করছি। এ রিপোর্ট লেখা পযর্ন্ত কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অসহায় রবিউলের কপাল ফিরবে কি।

Synes godt om
Kommentar
Del
avatar

Dhrubo Mitra

 
wow
Synes godt om
· Svar · 1635522970

Slet kommentar

Er du sikker på, at du vil slette denne kommentar?

Selim Reza
Selim Reza
4 år

ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের মেয়াদ বাড়লো আরও এক বছর
আলমডাঙ্গা সংবাদদাতা : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) এর চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আগামী ৩০ অক্টোবর থেকে বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম তিনি ১৯৮৯ সালে ৮ম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। গত ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ৩৪তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব দায়িত্ব নিয়েছিলেন। তিনিএর আগে বাংলাদেশ পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বরত ছিলেন। শফিকুল ইসলাম ৮ম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি এএসপি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, খাগড়াছড়ি জেলা ও মৌলভীবাজার জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পদোন্নতিক্রমে অতিরিক্ত পুলিশ সুপার পদে খাগড়াছড়ি জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এরপর তিনি পুলিশ সুপার হিসেবে ৭ এপিবিএন-পটুয়াখালী জেলা, ২ এপিবিএন-সুনামগঞ্জ জেলা, কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর তিনি পদন্নোতি প্রাপ্ত হয়ে অ্যাডিশনাল আইজিপি হিসেবে এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় যোগদান করেন। ২০১৮ সালের ২০ নভেম্বর অ্যাডিশনাল আইজিপি হিসেবে পুলিশ হেডকোয়ার্টাসে এবং সর্বশেষ তিনি ২০১৯ সালের ১৬ মে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) প্রধান হিসেবে যোগদান করেন। কর্মক্ষেত্রে অনন্য পেশাদারিত্ব, সততা ও সুনিপুণ দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি পরপর দুইবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পদক লাভ করেন। ২০১৪ সালে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং ২০১৭ সালে ডিআইজি, ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনকালে তিনি এ পদক লাভ করেন। চাকরিজীবনে পুলিশের এ চৌকস কর্মকর্তা বুনিয়াদি কোর্স, ওরিয়েনটেশন কোর্স, এইড-টু-গুড ইনভেস্টিগেশন, কমান্ড অফিসার্স ইনভেস্টিগেশন অ্যান্ড কোর্ট কোর্স, সার্ভে অ্যান্ড সেটেলম্যান্ট ট্রেনিং, ন্যাশনাল অ্যান্ড ইকোনোমিক ক্রাইম কোর্স, সিনিয়র ম্যানেজমেন্ট কোর্স, পেশাগত ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ কোর্স সম্পন্ন করেন। মোহাম্মদ শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্ড বিল দোয়ারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. শওকত আলী ও মায়ের নাম বেগম সুফিয়া খাতুন। তিনি আলমডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এগ্রিকালচার বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সহ আলমডাঙ্গাবাসীর গর্ব।তার এই আনন্দের খবর ছড়িয়ে পড়াতে আনন্দের জোয়ারে ভাসছে এলাকাবাসী। আলমডাঙ্গার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

Synes godt om
Kommentar
Del
avatar

Dhrubo Mitra

 
wow
Synes godt om
1
Synes godt om
· Svar · 1635522973

Slet kommentar

Er du sikker på, at du vil slette denne kommentar?

Selim Reza
Selim Reza
4 år

তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী
ঢাকা অফিস : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘আমাদের এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতেই হবে। সবকিছুরই ভালো-মন্দ দু’দিকই থাকে। মাথাব্যথা হলে তো মাথা কেটে ফেলা হয় না। মাথাব্যথা হলে ওষুধ খেয়ে সারাতে হয়। আমাদের তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে।’ শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান এবং আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানের সহযোগিতা নিয়ে সুযোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এটি আমাদের লাগবেই। তবে এটির অপব্যবহার রোধে পারিবারিক ও সামাজিকভাবে, আমাদের শিক্ষা ব্যবস্থায় এবং রাজনীতিতে সব ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে। যাতে আমাদের নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করে।
‘তথ্যপ্রযুক্তির যেন অনৈতিক কোনও ব্যবহার না হয় সেদিকে নজর দিতে হবে। অনেক কিছু লিখে ফেলা হয় চিন্তা না করেই। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে চিন্তা করবে এবং তারপরই তারা এই ডিজিটাল ওয়ার্ল্ডে কথাবার্তা শেয়ার করবে।’ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ শেখানোর প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে আমরা চেষ্টা করছি জ্ঞান ও দক্ষতার সঙ্গে মূল্যবোধের শিক্ষা দিতে। শিক্ষার্থীদের সফট স্কিলের সঙ্গে মূল্যবোধও শেখাতে হবে। তাদের যদি মানবিকতা, সততা, পরমত সহিষ্ণুতা শেখানো না হয়, তাহলে তো তারা সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে না।’ এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন সরোয়ার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, অংকুর জীৎ সাহা নব ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Synes godt om
Kommentar
Del
Selim Reza
Selim Reza
4 år

মেটা হলো ফেসবুকের কর্পোরেট নাম
ঢাকা অফিস : একটি বড় রি-ব্র্যান্ডের অংশ হিসাবে ফেসবুক এতদিনের কর্পোরেট পরিবর্তন করে মেটা হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, এটির পরিসর সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) মতো ক্ষেত্রগুলোতে বাড়িয়েছে। ফলে এখন একটি জায়গায় সবকিছু আরো ভালভাবে "অন্তর্ভুক্ত" করা যাবে। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো স্বতন্ত্র প্ল্যাটফর্মগুলোর কোন নাম পরিবর্তন হচ্ছে না। নাম বদলাবে শুধুমাত্র তাদের মালিকানাধীন মূল কোম্পানির। সম্প্রতি ফেসবুকের একজন কর্মচারী চাকরি ছাড?ার পর ওই কোম্পানি সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে। এরপর একের পর নেতিবাচক খবর প্রকাশ হতে থাকে। এমন পরিস্থিতির মধ্যেই নাম পরিবর্তন করলো ফেসবুক। ফ্রান্সেস হাউগেন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এনে বলেছিলেন, তারা গ্রাহকদের "নিরাপত্তার চেয়ে কোম্পানির মুনাফাকে" প্রাধান্য দিয়ে থাকে। ২০১৫ সালে গুগল তাদের মূল কোম্পানির নাম বদলে অ্যালফাবেট রাখে। তবে এই নামটি সামনে আসেনি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই নতুন নাম ঘোষণা করেন। তিনি মূলত "মেটাভার্স" নামে একটি অনলাইন দুনিয়া তৈরির পরিকল্পনা উন্মোচন করেছেন - যেখানে মানুষ ভার্চুয়াল পরিবেশে ভিআর হেডসেট ব্যবহার করে বিভিন্ন কাজ করার পাশাপাশি, গেইম খেলা এবং যোগাযোগ করতে পারবে। তিনি বলেছেন যে, "আমরা যা কিছু করছি এবং ভবিষ্যতে করবো, সেটা বিদ্যমান ব্র্যান্ডটি সম্ভবত উপস্থাপন করতে পারছে না, তাই পরিবর্তন দরকার।" "আমি আশা করি যে সময়ের সাথে সাথে আমাদের মেটাভার্স কোম্পানি হিসাবে দেখা হবে। আর আমরা সামনে যা তৈরি করতে যাচ্ছি, সেটার ওপর ভিত্তি করেই আমাদের কাজ ও পরিচয় গড?ে উঠবে।" এক ভার্চুয়াল কনফারেন্সে তিনি এ কথা বলেন। মি. জাকারবার্গ বলেন, "আমরা এখন আমাদের ব্যবসাকে দুটি ভিন্ন অংশ হিসাবে দেখছি, একটি অংশ আমাদের অ্যাপস পরিবারের জন্য এবং আরেকটি অংশ ভবিষ্যতের প্ল্যাটফর্মে কাজের জন্য?"

Synes godt om
Kommentar
Del
Selim Reza
Selim Reza
4 år

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির স্মরণিকা
ঢাকায় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন
জলির কাছে তুলে দিলেন এস.এম সুমন
আরশীনগর প্রতিবেদক : বাংলাদেশের মহান জাতীয় সংসদের মাননীয় সাংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাদিরা ইয়াসমিন জলির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির স্মরণিকা তুলে দিলেন ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও প্রেসক্লাব কেপিসির সদস্য মিডিয়া ব্যাক্তিত্ব এস.এম সুমন। গতকাল সন্ধ্যায় রাজধানীর এমপি হোস্টেল ভবনে উপস্থিত হয়ে নাদিরা ইয়াসমিন জলি এমপির হাতে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মিদের প্লাটফর্ম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির পক্ষ থেকে এই স্বরণিকা তুলে দেওয়া হয় এবং সাক্ষাতের শুরুতেই কেপিসি ও প্রত্যয় যুব সংঘের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমন সমসাময়িক বিষয় নিয়ে আলাপচারিতা করেন । এসময় প্রেসক্লাব কেপিসির সদস্যদের প্রতি শুভ কামনা জানিয়ে, ভবিষ্যতে দেশের আর্থ সামাজিক উন্নয়নে পূর্বের মত, আগামীতেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এছাড়াও তাদের লেখনীর মধ্য দিয়ে এদেশের যুগোপযোগী উন্নয়ন সাধন হবে। গণমাধ্যমের সহযোগিতায় যে কোন সমস্যা সমাধানে আলোর মুখ দেখবে বলেও মনে করেন তিনি।

Synes godt om
Kommentar
Del
Selim Reza
Selim Reza
4 år

যুগ্ম সচিব হলেন ২১৩ কর্মকর্তা
ঢাকা অফিস : সরকার ২১৩ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। উপসচিব থেকে যুগ্ম সচিব পদে তাদের পদোন্নতি দিয়ে শুক্রবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকারের সই করা দু’টি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর মধ্যে ১০ জন বিদেশে বিভিন্ন হাই কমিশনে কর্মরত আছেন। বাকি ২০৩ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত আছেন। বিধি অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এই যুগ্ম সচিবদের পদায়ন করা হয়নি। এ নিয়ে প্রশাসনে মোট যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জন। যদিও সরকারের যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা চারশোর কিছু বেশি।

Synes godt om
Kommentar
Del
Selim Reza
Selim Reza
4 år

নির্মাণের এক বছরেই ৯০ কোটি টাকার বাঁধে ধস
ঢাকা অফিস : নির্মাণের এক বছরের মাথায় জামালপুরের ইসলামপুরের যমুনা নদীর বাঁ-তীর সংরক্ষণ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের মাঝামাঝি এলাকার আনুমানিক ৯০ মিটার বাঁধের সিসি ব্লগ নদীগর্ভে বিলীন হয়েছে। এতে চরম আতঙ্কে রয়েছেন যমুনার তীরবর্তী মানুষ। হুমকির মুখে পড়েছে কুলকান্দি বাজার, শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদ, বসতবাড়িসহ কয়েক হাজার ফসলি জমি। জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনার ভাঙন প্রতিরোধে ইসলামপুরের কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের আড়াই হাজার মিটার এলাকার জন্য ৯০ কোটি টাকার ব্যয়ে এই তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়। ২০২০ সালের জুন মাসে বাঁধটির কাজ শেষ হয়। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে এলাকাবাসী জানান, একবছর আগেই বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। হঠাৎ গত বৃহস্পতিবার সকাল থেকে বাঁধটি ভেঙে নদীতে বিলীন হচ্ছে। তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনও ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি।
কুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুবাইদুর রহমান দুলাল বলেন, ‘একটি শক্তিশালী বালু সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ নদী থেকে বালু উত্তোলন করায় যমুনার বাঁ-তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধে ধস দেখা দিয়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার ব্যাপক ক্ষতি হতে পারে।’ ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি না। আপনার মাধ্যমেই জানতে পারলাম।’ জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘যমুনা নদীতে নতুন চ্যানেল সৃষ্টি হওয়ায় তীর রক্ষা বাঁধের ৯০ মিটার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে।’

Synes godt om
Kommentar
Del
Showing 16593 out of 18184
  • 16589
  • 16590
  • 16591
  • 16592
  • 16593
  • 16594
  • 16595
  • 16596
  • 16597
  • 16598
  • 16599
  • 16600
  • 16601
  • 16602
  • 16603
  • 16604
  • 16605
  • 16606
  • 16607
  • 16608

Rediger tilbud

Tilføj niveau








Vælg et billede
Slet dit niveau
Er du sikker på, at du vil slette dette niveau?

Anmeldelser

For at sælge dit indhold og dine indlæg, start med at oprette et par pakker. Indtægtsgenerering

Betal med tegnebog

Betalingsadvarsel

Du er ved at købe varerne, vil du fortsætte?

Anmod om tilbagebetaling