পৃথিবীতে অনেক বিলাসবহুল স্থান থাকতে পারে ,,, সেখানে থাকতে পারে আরমদায়ক কেদারা, রুম এসি, হাতে অনেক দামি মগে ব্লাক কফি, বয় বেয়ারা,,,, BUT আমার বাংলার এমন গাছতলায় যারা সোনার বিচি ফলান তাদের এই মৃদুমন্দ হাওয়ার সাথে একটু শরীর জুড়িয়ে নেওয়া আর সকালের কৃষাণির নিয়ে আসা পান্তা ভাত অমৃতের মতো ....
আহা !!!!!!!! শান্তি আর শান্তি .....
কখনো অনুভব করেছেন কি ???
পৃথিবীতে অনেক বিলাসবহুল স্থান থাকতে পারে ,,, সেখানে থাকতে পারে আরমদায়ক কেদারা, রুম এসি, হাতে অনেক দামি মগে ব্লাক কফি, বয় বেয়ারা,,,, BUT আমার বাংলার এমন গাছতলায় যারা সোনার বিচি ফলান তাদের এই মৃদুমন্দ হাওয়ার সাথে একটু শরীর জুড়িয়ে নেওয়া আর সকালের কৃষাণির নিয়ে আসা পান্তা ভাত অমৃতের মতো ....
আহা !!!!!!!! শান্তি আর শান্তি .....
কখনো অনুভব করেছেন কি ???
কারোর জন্য শাড়ি পরা, হাত ভরে চুড়ি পরা, সময় নিয়ে সাজার অনুভূতি টা একজন পুরুষ মানুষ কখনো বুঝতে পারবে নাহ! মেয়েটা সাজার শুরু থেকে এত নার্ভাস থাকে! তাও খালি এক গর্দভকে অল্প কিছু সময় দেখানোর জন্য!
পর পর আয়নাতে তাকানো, ফোন নিচে তাকায়ে অপেক্ষা করা, ফ্যান এর নিচে বসে থাকা, যাতে সাজটার এক বিন্দু ক্ষতি না হয়ে যায়, শাড়িটা বার বার ঠিক করা-এইসব ভাষায় প্রকাশ করার মতন নাহ! আমার মতে, কারো জন্য মেয়েদের এই তাড়াহুড়ো, যত্ন নিয়ে রেডি হওয়াটাই প্রেম এর সংজ্ঞা!কাজল দিতে দিতে মেয়েটা বার বার চিন্তা করে, ইশ! চোখের দিকে যেন অনেকক্ষন তাকাই থাকে আজকে৷ এরপর যেন অন্য কেউ বউ হলেও তাকে ভালো না লাগে!
অসম্ভব ভালোবাসা নিয়ে হুদাই ১ঘন্টার ঘুরাঘুরির জন্য ম্যাডাম রেডি হন! আমি যখনি দেখি কোনো মেয়ে খুব যত্ন করে শাড়ি পরে, তার পাশের ছেলেটার হাত ধরে আছে, মনে মনে বলি, তোমার এই প্রেমটুকু পৃথিবীর কেউ ছিনিয়ে নিতে পারবে নাহ! এই সাজ, এই চেষ্টা এত স্বার্থহীন, এত সরল তুলনা করা যাবে নাহ! তোমাদের উদ্দেশ্যে বলি, যদি ছেলেটা কিছু খেয়াল না করে, কখনো প্রশংসা না করে, হা করে বার বার চেয়ে না থাকে তাহলে কষ্ট পেয়ো নাহ! যদি শেষ মুহূর্তে দেখা করতে নাও আসে আর তুমি বোকার মতন সাজগোজ সহ কেঁদে দাও-একটু পর নিজের জন্য খুশি হয়ে মনটা ভালো করে নিও! সাক্ষী থাকুক সব ড্রেসিং টেবিল এর আয়নারা! 🖤
লেখা - হৃদ মোহনী
ছবিঃ Fardousy
রিকশার হুট উঠিয়ে গাঁ ঘেষে প্রেমের চাইতেও,
হুট খোলা রিকশায়
আকাশ দেখতে দেখতে প্রেম বেশ জমে।
পার্কে বসে বাদাম খাওয়ার চাইতে,
মাইলের পর মাইল রাস্তা হাঁটতে হাঁটতে খুনশুটি করা প্রেম।
সেও খুব জমে।
রেস্তোরাঁয় দুপুরের ভারী লাঞ্চ করার চাইতে
টং-দোকানের রং চা আর বিস্কুটের প্রেম টাই বেশি জমে।
সারারাত- ভোর ফোনে আলাপনের
চাইতেও
নিয়ম করে দু বেলা খবর নেওয়ার
প্রেম টা বেশি জমে।
ভিডিও কলের আবেগহীন প্রেমের চাইতে
মধ্য দুপুরে,
প্রেমিকাকে চুপটি করে দেখে চলে আসা
প্রেম টা বেশ জমে।
জন্মদিনের তার জন্য হাজার টাকার আয়োজনের চাইতে
তড়িঘড়ি করে,
তার পছন্দের কিছু কাচের চুড়ি বা পছন্দের কিছু বেলিফুল দিয়েও
প্রেম জমে।
ওভার কেয়ারিং না হয়েও
টিউশনি রাস্তা টুকু প্রিয় মানুষটাকে এগিয়ে দিয়ে আসলেও
প্রেম জমে।
আঝোরে নিজে আবদার গুলো নাহ বলে
কিছুক্ষণ চুপটি করে
তার কান্নাগুলো শুনলেও প্রেম জমে।
হাতধরে ঘুরোঘুরির চাইতেও
রাস্তা পারাপারের সময় হাত ধরে পার করিয়ে দেওয়া প্রেম টাই বেশ জমে।
দুজনে একসাথে বৃষ্টি ভেজার চাইতেও
একলা তার প্রিয় গান শুনতে শুনতে বৃষ্টি দেখা
সেই প্রেমই বেশ জমে।
নিতান্তই তোমার সব প্রয়োজন নাহ হয়েও
ভরসা আর বিশ্বাসের জায়গা পেলেই,
প্রেমটা বেশ জমে।
কবিতাঃপ্রেমময়ী
লেখিকাঃতামান্না তাসরিণ তিরু
ছবিতেঃKazi Zakiatul Bushra
"A Happy Man" Film by Vicky Zahed
Shot on #x70pro5g | Keep your eyes on 16th October 2021
👉 Share your happy story with us, How? 👀
🔹 Share this teaser poster in your timeline and groups
🔹 Share your happy story in the comment section
🔹 Use Hashtag #ahappyman #shotonx70pro
The BEST Stories will be featured in vivo official social handle and we have surprise gifts for your happy recipe 😉
#lovebangladesh #lovevivo #vivobangladesh