লিও টলস্টয় রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক; এমনকি তাকে বিশ্ব সাহিত্যেরও অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। জ্ঞানার্জনে অসীম আগ্রহী; অদম্য অনুসন্ধিৎসু, অফুরন্ত জীবনীশক্তির অধিকারী ও কর্মোদ্যমী এই বিখ্যাত মানুষটির জন্ম ১৮২৯ খ্রিস্টাব্দের ৯ সেপ্টেম্বর রাশিয়ার টুলা প্রদেশে। টলস্টয়ের পুরো নাম কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়।
তিনি মানুষের মধ্যে জীবনবোধ, মনুষ্যত্ববোধ, নীতিবোধ জাগ্রত করতে চেয়েছিলেন। টলস্টয় তাঁর সময়ের বিশিষ্ট প্রগতিবাদী বৈপ্লবিক, সামাজিক ও রাজনৈতিক চিন্তাবিদ।
Read more https://www.anuperona.com/leo-tolstoy-bread/
পৃথিবীতে অনেক বিলাসবহুল স্থান থাকতে পারে ,,, সেখানে থাকতে পারে আরমদায়ক কেদারা, রুম এসি, হাতে অনেক দামি মগে ব্লাক কফি, বয় বেয়ারা,,,, BUT আমার বাংলার এমন গাছতলায় যারা সোনার বিচি ফলান তাদের এই মৃদুমন্দ হাওয়ার সাথে একটু শরীর জুড়িয়ে নেওয়া আর সকালের কৃষাণির নিয়ে আসা পান্তা ভাত অমৃতের মতো ....
আহা !!!!!!!! শান্তি আর শান্তি .....
কখনো অনুভব করেছেন কি ???
Saiful Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?