জামদানী শাড়ির দাম লাখ টাকা হলেও সেটা পরা হয় খুব জোর দু'চারটে অনুষ্ঠানে, সবসময় না। সবসময় পরার জন্য মানুষ দিনশেষে কোন সাত শো টাকার সুতির শাড়ীকেই বেছে নেয়।
লাখ টাকা দিয়ে আইফোন কেনার পর দেখবেন কথা বলার জন্য মানুষ হাজার টাকার একটা বাটন ফোন ব্যবহার করছে।
ব্যাপারটা আসলে 'দামী জিনিস বেশি ব্যবহার করলে দ্রুত নষ্ট হয়ে হয়ে যাবে' এরকম কিছু না। ব্যাপার টা কমফোর্টেবল এর।
লাইফে সুখী হতে চাইলে গ্লামার আর সৌন্দর্যের চাইতে অনেক ক্ষেত্রে এই কমফোর্ট ফিল টাই বেশি প্রয়োজন।
গ্লামার আর সৌন্দর্য কিছু মুহুর্তের সুখ এনে দিতে পারে, সারাজীবনের না। সারাজীবন সুখে থাকার জন্য আপনাকে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার কাছে থাকলে কমফোর্ট ফিল পাওয়া যায়।
এমন একজন মানুষ, যাকে গভীর রাতেও ঘুম ভাঙিয়ে নির্দ্বিধায় বলা যায়- আমি ভালো নেই৷ তুমি আমার মন ভালো করে দাও ❤
লেখা: সংগৃহীত
ছবি: চিত্রগল্প
১১ বছর আগে আমি ওরে কুড়ায়া পাই
আমারে সবাই ডাকে রাজ্জাক ড্রাইভার, আর ওর নাম রনি৷ তহন ময়লার ট্রাকের ড্রাইভার ছিলাম৷ ঝামেলার কারণে রাইতে ট্রিপ নিয়া যাইতেছিলাম৷ রাস্তার পাশে ময়লা নেওয়ার সময় বাচ্চার কান্নাকাটির শব্দ শুনি। দেহি যে একটা বাচ্চা ময়লার মধ্যে কোনায় পইড়া আছে।
আমার লগে যারা ছিল তারা কেউ নিতে চায় নাই। আমি ওরে বাড়িতে লইয়া গেলাম৷ সারারাত ভাবলাম কি করুম৷ আমার বউ তার পাঁচ মাস আগেই আমার ছাইড়া চইলা গেছে৷ কারণ ডক্টর কইসে আমার শরীলে সমস্যা আছে৷ আমার আর বিয়া করার স্বাদ ছিল না । রাইতে ভাইবা পর দিন সিদ্ধান্ত নিলাম আমি ওরে পাইলা বড় করুম। সেদিন থেইকা আমার সুখ দুঃখ সব ওর লগেই। বিড়ি খাইতাম হেইডাও ওর কথা ভাইবা ছাইরা দিছি। এহন আমি এই লেগুনা চালাই আর ওই হেইডার হেলপার। সারাদিন কাম কইরা রাইতে বারিত গিয়া সিনেমা দেহি। আমরা দুইজন এক লগে টাকা জমাইতাসি একটা বাস কিনমু ।
যার লগে দেহা হওয়ার কথাই ছিল না হেই এহন আমার সব। ❤
by wasif kabir