ফড়িং (dragonfly) প্রকৃতিতে একটি উপকারী শিকারি পোকা। ফড়িংয়ের খাদ্যতালিকায় মশা অন্যতম—তাই হ্যাঁ, ফড়িং মশার উপদ্রব কমাতে সাহায্য করে।
নিচে বিস্তারিতভাবে বলছি:
🦟 ফড়িং কিভাবে মশা নিয়ন্ত্রণ করে?
১. লার্ভা অবস্থায় (পানিতে)
ফড়িংয়ের বাচ্চা (যাকে নাইয়াড বলা হয়) সাধারণত পানিতে থাকে এবং এটি মশার লার্ভা খায়। এতে করে জলাশয়ে মশার বংশবিস্তার কমে।
২. প্রাপ্তবয়স্ক অবস্থায় (আকাশে উড়ে)
বড় ফড়িং আকাশে উড়ন্ত অবস্থায় মশা, মাছি, ছোট পোকামাকড় শিকার করে।
> গবেষণায় দেখা গেছে, একেকটা ফড়িং দিনে প্রায় ৩০–১০০টা পর্যন্ত মশা খেয়ে ফেলে।
ফড়িং (dragonfly) প্রকৃতিতে একটি উপকারী শিকারি পোকা। ফড়িংয়ের খাদ্যতালিকায় মশা অন্যতম—তাই হ্যাঁ, ফড়িং মশার উপদ্রব কমাতে সাহায্য করে।
নিচে বিস্তারিতভাবে বলছি:
🦟 ফড়িং কিভাবে মশা নিয়ন্ত্রণ করে?
১. লার্ভা অবস্থায় (পানিতে)
ফড়িংয়ের বাচ্চা (যাকে নাইয়াড বলা হয়) সাধারণত পানিতে থাকে এবং এটি মশার লার্ভা খায়। এতে করে জলাশয়ে মশার বংশবিস্তার কমে।
২. প্রাপ্তবয়স্ক অবস্থায় (আকাশে উড়ে)
বড় ফড়িং আকাশে উড়ন্ত অবস্থায় মশা, মাছি, ছোট পোকামাকড় শিকার করে।
> গবেষণায় দেখা গেছে, একেকটা ফড়িং দিনে প্রায় ৩০–১০০টা পর্যন্ত মশা খেয়ে ফেলে।
✅সাবধান ! সেলুনে ঘাড়-পিঠ মালিশ করছেন? ঘাড় ম্যাসেজ করার ভয়ানক তথ্য !!
রাকিব বয়স ২৫ বছর । নরসুন্দরের কাছে চুল কাটার পর একটু ঘাড়-পিঠ মালিশ করে নেয় ৫-১০ মিনিট। বিনিময়ে তাকে কিছু বকশিশ দেয়। একদিন ঘাড় মালিশ করার সময় কট করে একটা আওয়াজ হয়, একটু সামান্য ব্যথাও করে উঠেছিল। কিন্তু ছেলেটি অতটা গ্রাহ্য করেনি। দু-এক দিন পর সে ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগল। ক্রমে ব্যথা বাড়ছে। মা ভাবলেন,হয়তো উল্টাপাল্টাভাবে শোয়ার জন্য ঘাড়ে ব্যথা হয়েছে।
মা প্রতিদিন বালিশ রোদে দিতে লাগলেন, ঘাড়ে গরম কাপড় দিয়ে সেঁক দিতে শুরু করলেন। কিন্তু কিছুতেই ব্যথা কম হচ্ছে না; বরং দিনদিন বাড়ছেই। একপর্যায়ে ব্যথা হাতের মধ্য আঙ্গুল পর্যন্ত আসতে শুরু করল। ব্যথার জন্য ঘাড় নাড়ানোও তার জন্য কষ্টকর হয়ে উঠল। শেষ পর্য়ন্ত চিকিৎসকের শরণাপন্ন হলে, চিকিৎসক পরীক্ষা করে বললেন, সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হয়েছে ।
ঘাড়ের এম আর আই (ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং) ও নার্ভ কনডাকশন স্টাডি পরীক্ষা করে সেটি প্রমাণিত হলো। মেরুদণ্ডের দু্টি হাড়ের মধ্যে এক ধরনের ডিস্ক থাকে সেখান থেকে স্মায়ুগুলো বের হয়ে এসে আমাদের হাতে ছড়িয়ে পড়ে। যখন কোন কারণে ওই ডিস্ক সরে যেয়ে স্মায়ুর উপর চাপ দেয় তখন ব্যথা ঘাড় থেকে হাতের দিকে আসে এটাকে সারভাইক্যাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস বলে ।
এক্ষেত্রে চিকিৎসা হল ঔষধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম অর্থাৎ হাটাচলা বা মুভমেন্ট করা যাবে না, এমন অবস্থা থেকে সঠিক ফিজিওথেরাপি, এক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী ২-৪ সপ্তাহ ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি থেকে দিনে ২-৩ বার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। এটাতে অবস্থার উন্নতি না হলে অপারেশনও লাগতে পারে।
আলোচ্য বালকটির এই সমস্যাটি কেন হলো ? খোঁজ নিয়ে জানা গেল, নরসুন্দর ঘাড়- পিঠ মালিশ করে বিভিন্ন ভঙ্গিমায়ে কোন কোন সময় মাথার ওপর চাপ দেয়, কখনো ঘাড় বাঁ দিকে ও ডান দিকে কাত করে। এসব মালিশ ঘাড়ের জন্য খুবই ক্ষতিকর । এতে ঘাড়ের স্মায়ুতে চাপ পড়ার আশঙ্কা থাকে।
পরামর্শঃ
* সেলুনে গিয়ে কখনো ঘাড় বা মাথা মালিশ করাবেন না।
* ঘাড় কখনো খুব বেশি পেছনে বা পাশে কাত করতে দেবেন না। এতে হঠাৎ করে সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হতে যেতে পারে ।