🌕 ২০ জুলাই, ১৯৬৯ — যেদিন আমরা চাঁদ ছুঁয়েছিলাম
“দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড।”
ছাপ্পান্ন বছর আগে, মানবজাতি পৃথিবীর সীমানা পেরিয়ে ইতিহাসে পা রেখেছিল।
নিল আর্মস্ট্রং ঈগল লুনার মডিউলের সিঁড়ি বেয়ে নিচে নামলেন, তার ঠিক পরেই বাজ অলড্রিন—
আর সারা বিশ্ব নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল।
চাঁদ তাদের স্বাগত জানিয়েছিল নীরবতায়।
কোনো বাতাস নেই।
কোনো শব্দ নেই।
শুধু দু’জন মানুষ, অসীম শূন্যতার মাঝে একা দাঁড়িয়ে—
পুরো একটি গ্রহের স্বপ্ন বয়ে নিয়ে।
সেই ধূসর, প্রাণহীন ধুলোর ওপর তারা শুধু পায়ের ছাপই রেখে যায়নি।
তারা রেখে গিয়েছিল একটি বার্তা—
যে আমরা বিস্ময়ের, সাহসের, আর নিরন্তর কৌতূহলের এক প্রজাতি।
চাঁদ, যা একসময় আকাশের দূরের আলো ছিল,
তা হয়ে উঠল এমন এক স্থান—যা আমরা সত্যিই ছুঁয়েছি।
সেই পায়ের ছাপগুলো আজও সেখানে আছে।
অক্ষত।
চাঁদের মাটিতে খোদাই করা—
এবং মানব স্মৃতিতেও।
আর সেই বার্তাটিও রয়ে গেছে—
“আমরা সমগ্র মানবজাতির শান্তির জন্য এসেছি।” 🌍🕊️