জোনাথন কোনো সাধারণ কচ্ছপ নয়, সে বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী। তার জন্ম আনুমানিক ১৮৩২ সালে, অর্থাৎ এখন তার বয়স ১৯৩ বছর! তার বসবাস দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এক নিঃসঙ্গ দ্বীপে- সেন্ট হেলেনা।
মূলত সেইশেল দ্বীপপুঞ্জ থেকে আগত জোনাথনকে ১৮৮২ সালে উপহার হিসেবে আনা হয় সেন্ট হেলেনায়, তখনকার গভর্নরের জন্য। সেই থেকেই সে আছে ঐতিহাসিক প্ল্যানটেশন হাউজে, দ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসভবনের প্রাঙ্গণে।
অবশ্য বয়সের ভারে কাবু জোনাথনের দৃষ্টিশক্তি এখন নেই, গন্ধও পায় না কোনোকিছুর। তবু সে আশ্চর্যজনকভাবে সুস্থ, সবল, এবং প্রাণবন্ত। প্রতিদিনের আনন্দ বলতে রোদ পোহানো, রসালো ফল আর সবজি চিবানো, আর তাঁর কচ্ছপ সঙ্গীদের সঙ্গে ঘোরাফরা করা।
জোনাথন কোনো সাধারণ কচ্ছপ নয়, সে বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী। তার জন্ম আনুমানিক ১৮৩২ সালে, অর্থাৎ এখন তার বয়স ১৯৩ বছর! তার বসবাস দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এক নিঃসঙ্গ দ্বীপে- সেন্ট হেলেনা।
মূলত সেইশেল দ্বীপপুঞ্জ থেকে আগত জোনাথনকে ১৮৮২ সালে উপহার হিসেবে আনা হয় সেন্ট হেলেনায়, তখনকার গভর্নরের জন্য। সেই থেকেই সে আছে ঐতিহাসিক প্ল্যানটেশন হাউজে, দ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসভবনের প্রাঙ্গণে।
অবশ্য বয়সের ভারে কাবু জোনাথনের দৃষ্টিশক্তি এখন নেই, গন্ধও পায় না কোনোকিছুর। তবু সে আশ্চর্যজনকভাবে সুস্থ, সবল, এবং প্রাণবন্ত। প্রতিদিনের আনন্দ বলতে রোদ পোহানো, রসালো ফল আর সবজি চিবানো, আর তাঁর কচ্ছপ সঙ্গীদের সঙ্গে ঘোরাফরা করা।
Slot Game Online Malaysia | 3wefun.com
Visit 3wefun.com in Malaysia to enjoy the excitement of playing slots online. Play our extensive collection of thrilling games today to win big. Come hang out with us now!
https://3wefun.com/