তেলাপোকা গোসল করে, জানতেন?যাদের আমরা ঘৃণা করি, নোংরা ভাবি — সেই তেলাপোকাই নাকি নিজের পরিচ্ছন্নতা নিয়ে ভীষণ সচেতন!
মানুষের গায়ের ঘাম বা ময়লার স্পর্শ পেলেই সে নিজের অ্যান্টেনা, পা আর শরীর চেটে-চেটে পরিষ্কার করে।এর কারণও আছে। অ্যান্টেনায় থাকা রিসেপ্টরগুলো যেন সঠিকভাবে আশেপাশের গন্ধ ও সংকেত ধরতে পারে, তাই একটু ময়লা লাগলেই শুরু হয় তার ‘গোসল’।তেলাপোকা মূলত গন্ধ দিয়েই যোগাযোগ করে, তাই শরীর থেকে বাড়তি বা ভুল গন্ধ সরিয়ে ফেলতে সে প্রতিনিয়ত নিজেকে ঝাড়ামোছা করে। এমনকি নিজের শরীরের ব্যাকটেরিয়াও ঝেড়ে ফেলার চেষ্টা করে সে!
অর্থাৎ, আমরা যাদের “নোংরা” বলে ধরি, তারাই আবার নিজের নিয়মে পরিচ্ছন্ন থাকতে চায়।
প্রকৃতির অদ্ভুত নিয়ম, তাই না?